[9:49 AM, 9/8/2023] Priya Dhar: আর্থিক তছরুপে জড়িত সাংসদ মহুয়া মৈত্র! মুখ খুললেন সজল ঘোষ

[9:49 AM, 9/8/2023] Priya Dhar: আর্থিক তছরুপে জড়িত সাংসদ মহুয়া মৈত্র! মুখ খুললেন সজল ঘোষ

আর্থিক কেলেঙ্কারিতে ফাঁসলেন মহুয়া মৈত্র!
মুখ খুললেন সজল ঘোষ!

মোটা অঙ্কের বাড়ি ভাড়া শোধ করেননি
তৃণমূল নেত্রী!
জবরদখল করেছেন কোর্টের সম্পত্তি!

মহুয়া মৈত্রের মুখোশ খুললেন
বিজেপি নেতা
বেরিয়ে এলো আরো অনেক তথ্য

ফের একবার অস্বস্তিতে তৃণমূল। এমনিতেই নানান দুর্নীতি জালে বিদ্ধ তৃণমূল। এবারে নতুন সংযোজন সাংসদ মহুয়া মৈত্র। ৮৬ লক্ষ টাকা ভাড়া না দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। বিজেপি নেতা সজল ঘোষের বিস্ফোরক পোস্টে তোলপাড় রাজ্য রাজনীতি।

এই প্রথম নয়, এর আগেও একাধিক নেতা মন্ত্রীর নানান তথ্য সামনে নিয়ে আসেন সজল ঘোষ। বহু নেতা মন্ত্রীর পোল খোলেন তিনি। এবারেই তার নিশানায় মহুয়া মৈত্র। এদিন তিনি ফেসবুকে হাইকোর্টের একটি নির্দেশ পত্রের ছবি আপলোড করেন। যেখানে লেখা রয়েছে ‘মহুয়া মৈত্র ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে বিনা ভাড়ায় দখল করে রেখেছিলেন একটি ফ্ল্যাট। আলিপুরের অবস্থিত এই ফ্ল্যাটটি 3000 স্কয়ার ফুটের। এই ফ্ল্যাটের মাসিক ভাড়া ১০৫০০০ টাকা। ঠিকানা – ফ্ল্যাট নং 5, ২য় তলা, ব্রিটানিয়া কোর্ট, ৩২বি নিউ রোড, আলিপুর, কোলকাতা-২৭। এই আবাসনটির কর্ণধার ডানলপ ইন্ডিয়া লিমিটেড, যেটি কিনা ২০১৩ সাল থেকে কলকাতা হাইকোর্টের অধীনে লিকুইডেশনে থাকা একটি সংস্থা।

এখানেই বিজেপি নেতার প্রশ্ন, কিভাবে হাইকোর্টের অনুমতি ছাড়া তৃণমূল সাংসদ এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। এছাড়াও ২০২২ সালের ৫ই আগস্ট কলকাতা হাইকোর্ট মহুয়া মৈত্রকে নির্দেশ দেয় সুবিধাজনক তারিখে এই ফ্ল্যাটটি হস্তান্তর করে দিতে। এরপর আগস্ট মাসে ফ্ল্যাটটি ছেড়ে দিলেও সেটির ভাড়া এখনও পর্যন্ত মেটাননি তিনি। পরবর্তীতে তিনি ভাড়ার অঙ্কটি কিছুটা মকুব করার জন্য হাইকোর্টের কাছে আবেদন জানান । তবে তার সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

পরিশেষে সজল ঘোষের আবেদন, “যদি ঘটনাটি সত্যি হয়। আপনি দয়া করে বকেয়া টাকা পরিশোধ করুন। বহু মানুষ এই কোম্পানির কাছে কাজ করার পরেও প্রাপ্য টাকা থেকে বঞ্চিত। আপনি টাকাটি দিলে তারা প্রত্যেকে অল্প অল্প করে হলেও টাকা পাবেন। যার থেকে তাদের সংসারটি আবার সুন্দর এবং সহজ হবে।

তবে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেন নি তৃণমূল সংসদ। এবারে এই ঘটনার জল কত দূর করায় তার উত্তর দেবে সময়।
[10:02 AM, 9/8/2023] Priya Dhar: বাংলার মন্ত্রী বিধায়কদের বেতন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী!
মন্ত্রী থেকে MLA দের বেতনে বিশাল চমক

বাংলার মন্ত্রী বিধায়কদের
বেতন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী!

কল্পতরুর ভূমিকায় মমতাময়ী মমতা!
এক লাফে বাড়ল বিরাট অঙ্কের মাইনে!
মন্ত্রী থেকে MLA দের বেতনে বিশাল চমক!

কতটা বাড়ল বেতন?
টাকার অঙ্ক জানলে ভিমড়ি খাবেন আপনিও!

পুজোর আগেই খুশির হাওয়া বিধানসভায়। এর কারণ মমতা ব্যানার্জির নতুন ঘোষণা। নির্বাচনের আগে এবারে মন্ত্রী- MLA দের জন্যও কল্পতরু মমতা। খুলে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার। পুজোর আগেই বেতন বাড়তে চলেছে বিধায়ক , মন্ত্রীদের।

জানলে অবাক হবেন ,পাঁচ দশ নয় একেবারে ৪০ হাজার টাকা বেতন বাড়ল রাজ্যের বিধায়কদের। এতদিন মাসিক ১০ হাজার টাকা পেতে রাজ্যের বিধায়করা। এবারে সেটি বেড়ে হলো ৫০ হাজার টাকা। যদিও বেতন হিসেবে শুধু ১০ হাজার টাকা পেলেও অন্যান…
[10:04 AM, 9/8/2023] Priya Dhar: ‘তেল দিলেই মেলে জাতীয় পুরস্কার’ মোদি


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *