এবার কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন! চালু হতে চলেছেভারতের প্রথম UPI-ATM, কীভাবে কাজ করে এটি? ধাপে ধাপে দেখুন

এবার কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন! চালু হতে চলেছেভারতের প্রথম UPI-ATM, কীভাবে কাজ করে এটি? ধাপে ধাপে দেখুন

এবার কার্ড ছাড়াই
ATM থেকে টাকা তুলুন!

চালু হতে চলেছে
ভারতের প্রথম UPI-ATM!

লাগবে না ডেবিট কার্ড
স্ক্যান করলেই মিলবে নগদ!

টাকা তোলার জন্য কীভাবে
ব্যবহার করবেন এই ATM?

কীভাবে কাজ করে এটি?
ধাপে ধাপে দেখুন

এটিএমে যেতে এতদিন ডেবিট কার্ড সঙ্গে রাখত হত। কারণ ডেবিট কার্ড ছাড়া এটিএম বুথ থেকে টাকা তোলা অসম্ভব। এবার এই ধারণা পাল্টে যেতে চলেছে। এখন থেকে এটিএমে যেতে লাগবে না কোনও ডেবিট কার্ড। এবার থেকে এটিএমেও থাকছে ইউপিআই পরিষেবা। কিউ আর কোড স্ক্যান করলেই বেরিয়ে আসবে টাকা। কোনও রকম ঝক্কির ব্যাপারই নেই। এমনই দুর্দান্ত পরিষেবা নিয়ে হাজির হিতাচি পেমেন্ট সার্ভিসেস। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে জোট বেঁধে এই ইউপিআই এটিএম পরিষেবাটি চালু করতে চলেছে হিতাচি পেমেন্ট সার্ভিসেস। এদের হাত ধরেই শুরু হতে চলেছে ভারতের প্রথম ইউপিআই এটিএম পরিষেবা। এই এটিএমে লাগবে না কোনও প্রকার ডেবিট কার্ড।

*ইউপিআই এটিএম এর সুবিধাগুলো কী কী?*

১, ডেবিট কার্ড না থাকলেও বিনা ঝঞ্জাটে টাকা তোলা যাবে।

২, কার্ড ছাড়া টাকা তোলার কারণে স্কিমিং এর ঝুঁকি থাকবে না।

৩, জালিয়াতির ঘটনাও কমবে।

৪, লেনদেনের ক্ষেত্রে অনেক বেশি সুরক্ষা মিলবে।

*ইউপিআই এটিএম থেকে টাকা তোলার পদ্ধতিঃ-*

১, এটিএমে গিয়ে প্রথমেই স্ক্রিনের গায়ের উপর দেখতে পাবেন ইউপিআই লেখা।

২, তাতে ক্লিক করুন।

৩, এরপর অনেকগুলো অপশন আসবে।

৪, আপনি কত টাকা তুলতে ইচ্ছুক সেটি সিলেক্ট করুন।

৫, এরপর এটিএমের স্ক্রিনে কিউআর কোড আসবে। নিজের ফোনের ইউপিআই অ্যাপ খুলে কিউআর কোডটি স্ক্যান করুন।

৬, একই সঙ্গে কোন একাউণ্ট থেকে লেনদেন সম্পন্ন করবেন সিলেক্ট করুন।

৭, এরপর কনফার্ম অপশনে ক্লিক ক্রুন।

৮, এরপর Confirm to withdraw cash অপশন আসলে Proceed-এ ক্লিক করুন। তারপর UPI পাসওয়ার্ড দিলেই বেরিয়ে আসবে টাকা।

শুরুতে দেশের তিন হাজারেরও বেশি এটিএমে এই পরিষেবা দেওয়া হবে। গ্রাহকদের রেসপন্স পেলে এই পরিষেবার পরিধি বাড়ানো হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *