জি-টোয়েন্টি

রাজধানী দিল্লির বুকে অনুষ্ঠিত হতে চলেছেন জি-টোয়েন্টি বা গ্রূপ অফ ২০ সম্মেলন। আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর দু’দিন ব্যাপী জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লিতে বসতে চলেছে চাঁদের হাট। এই সামিটেই অংশ   নিতে চলেছেন পৃথিবীর তাবড় সব প্রধান অর্থনৈতিক নেতারা। ভারতীয়দের কাছে অতিথি হলেন দেবতা। তাই আন্তর্জাতিক এই সমস্ত নেতাদের অতিথেয়তাতেও কোনরকম ত্রুটি রাখা হয়নি।

ইতিমধ্যে রাতারাতি ভোল বদলে গিয়েছে দিল্লির। জো বাইডেন থেকে শুরু করে ঋষি সুনাক সকলেই আসছেন দিল্লিতে। তাঁদের খাওয়া দাওয়া, নিরাপদ পায়চারি, থাকার ব্যবস্থা কোন কিছুতেই কোনরকম খামতি  রাখছেন না ভারত সরকার। ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানী।  চারপাশে মোতায়ন করা হয়েছে ড্রোন। তবে সবচেয়ে মজার বিষয় হল আন্তর্জাতিক নেতাদের বাঁদরের আপ্যায়নের হাত থেকে বাঁচাতেই  তৈরি করা হয়েছে একটা আস্ত টিম। এই অবস্থায় প্রশ্ন উঠছে এই সমস্ত আন্তর্জাতিক প্রধানরা ভারতে এসে কোথায় থাকবেন? তাদের থাকা খাওয়ার জন্যই বা কি বন্দোবস্ত করা হয়েছে?

জো বাইডেন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার দিল্লি আসার পর থাকবেন দিল্লির বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেলে। সেখানে তাঁর সাথেই থাকবেন তাঁর প্রতিনিধি দলের সদস্যরাও। জানা যাচ্ছে বাইডেন এই হোটেলের ১৪ তলায় থাকবেন।  তাঁদের জন্যই এই হোটেলের ৪০০ টি কামরা ভাড়া নেওয়া হয়েছে।

ঋষি সুনক: ব্রি ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম সরকারিভাবে ভারত সফর করছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তিনি দিল্লির সাংগ্রি লা  হোটেলে থাকবেন। সেখানে তার জন্য করা হচ্ছে এলাহী আয়োজন।

চীনের প্রতিনিধি দল: এ বছর চীনের রাষ্ট্রপতি শি জিংপিং এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। তাঁর পরিবর্তে প্রতিনিধিত্ব করতে আসছেন ওই দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং। প্রসঙ্গত বর্তমানে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ টালমাটাল অবস্থায় রয়েছে। জানা যাচ্ছে এই  সম্মেলন চলাকালীন চীনের ওই প্রতিনিধি থাকবেন দিল্লির  তাজ হোটেলে।

ইতালির প্রতিনিধি দল:জানা যাচ্ছে ইতালির প্রতিনিধি  দলের জন্য জেডব্লিউ ম্যারিয়ট এবং হায়াত রিজেন্সিতে থাকার ব্যবস্থা করেছে ভারত সরকার।

জাস্টিন ট্রুডো: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের আগে যাবেন ইন্দোনেশিয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে। তারপর  ভারতে এসে দিল্লির  ললিত হোটেলে উঠবেন তিনি।

অ্যান্টনি অ্যালবানিজ: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। তিনি পরপর তিনটি দেশ সফর করছেন। ইন্দোনেশিয়া এবং  ফিলিপিনের সফর সেরে ভারতে আসবেন তিনি। তাঁর থাকার ব্যবস্থা  হয়েছে দিল্লির ইম্পেরিয়াল হোটেলে।

ইমানুয়েল ম্যাক্রোঁ: জানা যাচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্লারিজেস হোটেলে থাকবেন।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান: প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শোঃ তুর্কি প্রতিনিধিদের জন্য দিল্লির বিলাসবহুল ওবেরয় হোটেল ভাড়া নেওয়া হয়েছে।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *