দুর্গা পুজোয় ঘনিয়ে আসছে মহাবিপর্যয়! মায়ের আগমন ও গমনে লুকিয়ে ঘোর বিপদ, অমঙ্গলের ছায়া, ২০২৩ সালে উমা কীসে করে আসবেন জানেন?
দুর্গা পুজোয় ঘনিয়ে আসছে
মহাবিপর্যয়!
মায়ের আগমন ও গমনে লুকিয়ে
ঘোর বিপদ, অমঙ্গলের ছায়া!
২০২৩ সালে উমা কীসে করে আসবেন?
কীসে করেই বা ফিরবেন?
এর ফলাফল কী হতে পারে!
কতটা শুভ ও অশুভ হবে দেখুন
আর মাত্র কটা দিন এর পরেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাবে। পাড়ায় পাড়ায় সেজে উঠবে মাতৃ প্রতিমা। মা আসছেন এই নিয়ে একদিকে খুশির আমেজ বইলেও, অন্যদিকে মায়ের আসা-যাওয়া নিয়ে আশঙ্কার শেষ নেই। মায়ের আগমন ও গমন নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তার কারণ, প্রত্যেক বার মা কিসে আসছেন, কিসে ফিরছেন তার উপর নির্ভর করে মঙ্গল, অমঙ্গল সম্পর্কিত বিভিন্ন বিষয়। এইবার মা আসছেন ঘোড়ায় চেপে, অর্থাৎ মা’কে মর্তে নিয়ে আসবেন ঘোড়া। আবার এই ঘোড়ায় চেপেই শ্বশুর বাড়ি ফিরবেন উমা। মায়ের ঘোড়ায় আগমন ও গমন একেবারেই শুভ ফল দেয় না। শাস্ত্র মতে, দেবীর আগমন ঘোড়ায় হওয়া মানেই, ‘ছত্রভঙ্গ’ এর ইঙ্গিত দেয়। পঞ্জিকা ও জ্যোতিষীদের মতে, এই সময় ধ্বংস ও অস্থিরতা বেড়ে যায়। বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, ব্যধিও চরমভাবে বেড়ে যায়। ঘোড়ায় চড়ে মায়ের মর্তে আসা অশুভ ইঙ্গিত দেয়। ঘোড়ার মতন দোলায় চড়ে মায়ের মর্তে আসাটাও অশুভ। তবে শুভ হয় যদি মা গজে ও নৌকায় আসেন। এই দুই বাহনে চড়ে এলে জগতের মঙ্গল হয়।
এক নজরে দেখুন ২০২৩ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট-
১৯ অক্টোবর মহাপঞ্চমী
২০ অক্টোবর মহাষষ্ঠী
২১ অক্টোবর মহাসপ্তমী
২২ অক্টোবর মহাষ্টমী
২৩ অক্টোবর মহানবমী
২৪ অক্টোবর মহাদশমী
Leave a Reply