ভারতের নাম কীভাবে ভারত হল জানেন? কে রেখেছে এই নাম? কার মাথা থেকে প্রথম বেরিয়েছিল এই নামটি?

ভারতের নাম কীভাবে ভারত হল জানেন? কে রেখেছে এই নাম? কার মাথা থেকে প্রথম বেরিয়েছিল এই নামটি?

ভারতের নাম কীভাবে ভারত হল জানেন?
কে রেখেছে এই নাম?

কার মাথা থেকে প্রথম বেরিয়েছিল
এই নামটি?

বহু বিবর্তনের মধ্যে দিয়ে
অর্জিত ‘ভারত’

দেখুন কতগুলো ধাপ পেরিয়ে এলো
আজকের ‘ভারত’ নামটি

দেশের নাম কি হবে *ভারত* নাকি *ইণ্ডিয়া*? আপাতত এই নিয়েই উত্তাল গোটা দেশ। তর্ক বিতর্কের ঝড় বইছে রাজনীতির অন্দরে। আচ্ছা যে *ভারতকে* কেন্দ্র করে এত বিতর্ক ও শোরগোল, সেই ভারতের নামকরণ কীভাবে হল জানা আছে? কীভাবে এলো ভারত নামটি?আজকের প্রতিবেদনে আপনাদের তুলে ধরব সেই তথ্য।

এশিয়া মহাদেশে অবস্থিত অন্যতম শক্তিশালী একটি দেশ হল ভারত। যার ইংরেজি নাম India।
ভারত নামটি কীভাবে এলো এই নিয়ে নানা মুনির নানা মত। ভারত নাম হওয়ার পিছনে সার্বজনীনভাবে গৃহীত কোনও কারণকে প্রাধান্য দেওয়া হয়নি। নানা জন নানা ভাবে ভারত নামকরণকে ব্যাখা করেছেন। এক নজরে দেখুন ভারত নাম করণের নানা কাহিনী –

এক, পৌরাণিক যুক্তিঃ ভারত নামকরণের নেপথ্যে পৌরাণিক ব্যাখা, সে যুগে আমাদের দেশে ভরত নামে এক হিন্দু রাজা ছিলেন। জনশ্রুতি অনুযায়ী তার নামেই নাকি আমাদের দেশের নাম হয় ভারত।

দুই, রামচন্দ্রের ছোট ভাই এর নাম অনুসারেঃ কথিত আছে যে, রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা ভরতের হাতে আমাদের দেশের দায়িত্ব তুলে হয়, সেই থেকেই নাকি ভরতের নামে আমাদের দেশের নামকরণ হয়।

তিন, বিষ্ণুপুরাণের ব্যাখাঃ বিষ্ণু পুরান মতে,

‘*মহাসাগরের উত্তরে এবং বরফে ঢাকা হিমালয়ের পাহাড়ের দক্ষিণে অবস্থিত দেশের নাম ভারত বর্ষ, এদেশের মানুষকে অভিহিত করা হয়েছে ভারতসন্ততি রূপে।*’

চার, ইতিহাসবিদ রামশরণ শর্মার অভিমতঃ তার মতে,

‘*ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে ভারতের নামকরণ ভারত বর্ষ হয়েছে।*’

পাঁচ, গুপ্ত যুগের ভূমিকাঃ গুপ্ত যুগের রাজা কলিঙ্গ সম্রাট তার শিলালিপিতে *ভারধবস* নামক একটি শব্দের ব্যবহার করেন সেই থেকেই নাকি ভারত নামের উৎপত্তি বলেও অনেকেই মনে করেন।

এইসব তো লোকশ্রুতির কথা। তবে শেষমেশ, স্বাধীনতার পর ভারতের সংবিধানে ও লোকমুখে ভারত নামটি গ্রহণযোগ্যতা লাভ করে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *