১ অক্টোবর থেকেই বদলে যাচ্ছে সিম কেনা বেচার নিয়ম! লাগু হল ৫টি নিয়ম, না মানলেই কেস
সিম কেনা বেচার নিয়মে
বড়সড় বদল!
১ অক্টোবর থেকেই লাগু নতুন নিয়ম
না মানলেই চরম কেস!
এবার থেকে মোবাইল সিম হাতে পেতে
পোড়াতে হবে কাঠখড়!
ঝড়াতে হবে ঘাম!
তবেই মিলবে সিম!
নইলে বিনা সিমেই চালাতে হবে সাধের ফোন!
গুণে গুনে মানতে হবে
পাঁচ পাঁচটি নিয়ম
নিয়মগুলো কি কি দেখুন
আমাদের জীবনে মোবাইল ফোন যে কত বড় আশীর্বাদ সে কথা বলে বোঝানো সম্ভব না। সমস্ত যোগাযোগ সম্পন্ন হয় মুঠো হাতে থাকা এই ছোট্ট যন্ত্রের সাহায্যে। মোবাইল ফোন চালাতে লাগে সিম কার্ড। এবার এই সিম কার্ডকে কেন্দ্র করে বেশ কিছু নতুন নিয়ম লাগু করেছে করেছে
ডিপার্টমেন্ট অফ টেলিকম অর্থাৎ ডট। বিগত বেশ কিছুদিন ধরেই সিম কার্ড ব্যবহার করে অনৈতিক কাজ সম্পন্ন করে চলেছে একদল অসাধু ব্যবসায়ী। তাদের কুকর্মে লাগাম টানতেই নতুন নিয়ম চালু করেছে ভারতীয় টেলিকম সংস্থা।
নতুন নিয়মে কি কি পরিবর্তন আনা হবে?
১, নতুন নিয়মে সবার প্রথম পরিবর্তন আনা সিম কার্ড বিক্রির পদ্ধতিতে। এত দিন যে ভাবে সিম কার্ড কেনা, বেচা চলত তাতে গ্রাহকদের নিরাপত্তা ক্ষুন্ন হওয়ার সুযোগ থেকে যেত। কিন্তু নতুন নিয়মে স্পষ্ট করে বলা হয়েছে, এবার থেকে সিম কার্ড বিক্রেতাদের ডিপার্টমেন্ট অফ টেলিকম এর কাছে কেওয়াইসি আপডেট করতে হবে।
২, কেওয়াইসি আপডেট করালেই বিক্রেতারা সিম বিক্রির সুযোগ পাবে।
৩, নতুন নিয়মে জনপ্রিয় টেলিকম সংস্থা, জিও এবং এয়ারটেলের মত সংস্থাগুলিকে আরো বেশি সচেতন থাকার কথা বলা হয়েছে। কারা তাদের সিম ব্যবহার করছে এবং কিভাবে ব্যবহার করছে সেই বিষয়ে আপ টু ডেট থাকার কথাও বলা হয়েছে।
৪, কোনও গ্রাহকের সিম কার্ড হারিয়ে গেলে কিংবা ক্ষতিগ্রস্থ হলে আগে সহজেই নতুন সিম পেয়ে যেত। এখন থেকে সেটা হবে না। এবার থেকে পুনরায় ভেরিফিকেশন করে নতুন সিম দেওয়া হবে।
৫, ভারতের সীমান্তবর্তী এলাকায় সিম বিক্রির আগে পুলিশি ভেরিফিকেশন করাতে হবে।
বিশেষজ্ঞদের মতে,
‘*যেভাবে প্রতিনিয়ত সাইবার জালিয়াতি এবং স্ক্যাম ম্যাসেজিং বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে সিম বিক্রি করার আগে গ্রাহক এবং দোকান দুজনেরই ভেরিফিকেশন করে নেওয়া ভীষণ প্রয়োজন না হলে আরো বেশি সংখ্যক মানুষ সমস্যার মুখে পড়বে।*’
Leave a Reply