ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা! তা-ও চলবে GPay, PhonePe, করতে পারবেন UPI, RBI-র নতুন পদক্ষেপে সাড়া ফেলেছে দেশজুড়ে

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা! তা-ও চলবে GPay, PhonePe, করতে পারবেন UPI, RBI-র নতুন পদক্ষেপে সাড়া ফেলেছে দেশজুড়ে

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা!
তা-ও চলবে GPay, PhonePe
করতে পারবেন UPI!

কীভাবে সম্ভব?
টাকা না থাকলেও কীভাবে করবেন
ডিজিটাল লেনদেন?

RBI-র নতুন পদক্ষেপে
সাড়া ফেলেছে দেশজুড়ে

কি সেই পদক্ষেপ?
শুনলে আনন্দে লাফাবেন

আজকাল লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে ভরসাযোগ্য মাধ্যম ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এর সাহায্যে, আমাদের হাতের স্মার্টফোনটি হয়ে উঠেছে ভার্চুয়াল ডেবিট কার্ড। তবে এই সুবিধা ব্যবহার করতে গেলে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা থাকা আবশ্যক। টাকা না থাকলে এই পরিষেবা পাওয়া অসম্ভব। এতদিন এটাই আমরা জানতাম। এবার এই ধারণাতেই বদল এনেছে আরবিআই। গত ৫ই সেপ্টেম্বর UPI পরিষেবার ক্ষেত্রে একটি নতুন নিয়ম চালু করেছে আরবিআই। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ব্যাংকে টাকা না থাকলেও ইউপিআই পরিষেবা উপলব্ধ থাকবে। ব্যাংক ফাঁকা থাকা স্বত্তেও যেকোনো প্রকার লেনদেন করা যাবে।

কীভাবে সম্ভব হবে এই পরিষেবা?

এই পরিষেবাটি প্রদানের জন্য, আরবিআই UPI-এর সাথে প্রি-অ্যাপুভড ক্রেডিট লাইন নামকে একটি পরিষেবাকে যুক্ত করেছে। প্রি-অ্যাপুভড ক্রেডিট লাইন হল এমন একটি পরিষেবা যার সাহায্যে, কোনও গ্রাহকের অ্যাকাউন্টে টাকা না থাকলেও তিনি UPI-এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই।

কীভাবে কাজ করে এটি?

প্রি-অ্যাপুভড ক্রেডিট লাইনের মাধ্যমে, ব্যাংক তার গ্রাহকদের একটি নির্দিষ্ট পরিমাণের ক্রেডিট লাইন প্রদান করে থাকে। আর এই ক্রেডিট লাইনের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে, একজন গ্রাহকের আর্থিক অবস্থা, ক্রেডিট ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর।

কি কি সুবিধা মিলবে এই পরিষেবা থেকে?

এই পরিষেবার মধ্যে দিয়ে আপৎকালীন সময়ে অর্থ পাওয়া যাবে। আর্থিক সংকট মোকাবিলা করা যাবে। ডিজিটাল পেমেন্ট পদ্ধতিকে আরও বেশি প্রসারিত করা যাবে।

কি কি অসুবিধা রয়েছে?

এই পরিষেবা পেতে গেলে, গ্রাহকদের ব্যাংকে গিয়ে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করতে হবে। অনেকেই আবার একে অর্থ অপচয় বলে মনে করছেন।

তবে সুবিধা অসুবিধা সব মিলিয়ে, আরবিআই এর নতুন এই নিয়মটি সাধারণ মানুষের জীবনকে সহজ করে তুলবে বলে মনে করছেন অধিকাংশ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *