‘ইন্ডিয়া’ পাল্টে ‘ভারত’ দেশের নাম বদলাতে কত টাকা খরচ হবে জানেন? টাকার অঙ্ক আকাশ ছুঁয়েছে হিসেব শুনলে হুঁশ উড়ে যাবে
‘ইন্ডিয়া’ পাল্টে ‘ভারত’
দেশের নাম বদলাতে
কত টাকা খরচ হবে জানেন?
টাকার অঙ্ক আকাশ ছুঁয়েছে
হিসেব শুনলে হুঁশ উড়ে যাবে
প্রকাশ্যে এলো দেশের নাম
পাল্টানোর খরচ
ইণ্ডিয়া নাকি ভারত? দেশের নাম কি হবে? বিগত বেশ কিছুদিন ধরেই এই নিয়ে উত্তাল গোটা দেশ। দীর্ঘদিন ধরেই দেশের নাম পরিবর্তনের পক্ষে সওয়াল তুলছিলেন ক্ষমতাসীন বিজেপি সরকার, এমন গুঞ্জন অনেকদিন ধরেই প্রচলিত। সম্প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দুটি নথি সামনে আসতেই এই গুঞ্জন যেন আরও বেশি মাথা চড়া দিয়ে উঠল। দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর রাষ্ট্র ভারত, ইংরেজি নাম *ইণ্ডিয়া*। এখন দেশের নাম ইণ্ডিয়া থাকবে নাকি ভারত এই নিয়েই ব্যাট ধরেছে শাসক ও বিরোধী শিবির উভয়েই। যেকোনো একটা থাকবে নাকি দুটোই? দেশের সংবিধানে ইন্ডিয়া ও ভারত দুটি নামই একই সঙ্গে বর্তমান রয়েছে। এখন লাখ টাকার প্রশ্ন যদি ক্ষমতাসীন বিজেপি সরকারের পরিকল্পনা মাফিক *ইণ্ডিয়া* বাদ দিয়ে দেশের নাম শুধু *ভারত* রাখা হয় সেক্ষেত্রে কত টাকা খরচ হবে? কারণ দেশের নাম পরিবর্তনের মতন একটি বিষয় একেবারেই সহজ কোনও কথা নয়। এর জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে কেন্দ্রীয় সরকারকে। আর বিনা পয়সায় কিংবা সস্তায় এই কাজ হবেও না।
কত টাকা খরচ হতে পারে, সেই নিয়েই সংবাদমাধ্যম আউটলুককে উদ্ধৃত করে ইকোনমিক টাইমস একটি তথ্য সামনে এনেছেন। ইকোনমিক টাইমস একটি মডেলের সাহায্যে দেশের নাম পরিবর্তনে কত খরচ হতে পারে সেই হিসেবটি প্রকাশ্যে এনেছেন। ইকোনমিক টাইমসের দাবি অনুযায়ী, ইন্ডিয়া নামটি পরিবর্তন করে ভারত করার জন্য, সরকারের মোট ১৪ হাজার কোটি রুপির বেশি অর্থ খরচ হতে পারে। এই হিসেবটি বের করতে তারা যে মডেলটি ব্যবহার করেছেন সেটির ফর্মুলা আবিষ্কার করেছেন দক্ষিণ আফ্রিকার সম্পত্তি-সংক্রান্ত আইনজীবী ও ব্লগার ড্যারেন অলিভিয়ের। ড্যারেন অলিভিয়েরের এই মডেলটি অনুসারে, দেশের নাম পরিবর্তন করতে দিল্লির সরকারকে ১৪ হাজার ৩৪ কোটি রুপি খরচ করতে হতে পারে। আউটলুক দাবি করেছে,
‘*এই অর্থ খাদ্যনিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার প্রতি মাসে যে পরিমাণ অর্থ ব্যয় করে, তার চেয়ে বেশি।*’
তবে এই নাম পরিবর্তন বাস্তবায়িত হলেও, দেশের নামের যে ‘ব্র্যান্ড ভ্যালু’ রয়েছে সেটি আঘাত প্রাপ্ত হবে। এমনটাই স্মরণ করিয়ে দিয়েছেন, কংগ্রেস নেতা শশী থারুর। তিনি ‘এক্স’ প্ল্যাটফর্মের একটি পোস্টের মন্তব্যে বলেছেন,
*‘ইন্ডিয়াকে ভারত নামে অভিহিত করার ক্ষেত্রে কোনো ধরনের সাংবিধানিক বাধা নেই। কারণ, দুটিই আনুষ্ঠানিক নাম। তবে আমি আশা করব, শত শত বছর ধরে ইন্ডিয়া নামটির যে একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, সরকার তা সম্পূর্ণ নষ্ট করে দেবে না।’*
Leave a Reply