মুদির দোকান থেকে সিমেন্টের কোম্পানিতে কাজ করলেও বর্তমানে থেকে শাহরুখ খানের সিনেমার ভিলেন! চেনেন বলিউড কাঁপানো এই জনপ্রিয় ভিলেনকে? বিখ্যাত এই অভিনেতার জিরো থেকে হিরো হওয়ার গল্প হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও।
বলিউড বাদশা তিনি। তাই শাহরুখ খানের সিনেমা মুক্তি পাওয়া মানেই গোটা দেশের শাহরুখ ভক্তদের কাছে একটি উৎসবের দিন। ব্যতিক্রম নয় ‘জাওয়ান’ সিনেমাও। বহু প্রতীক্ষিত এই মাল্টিচারার সিনেমায় শাহরুখ খান ছাড়াও দর্শকমহলে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছেন সাউথের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি। অ্যাটলি কুমার পরিচালিত বিগ বাজেটের এই সিনেমায় শাহরুখ খান এবং বিজয় সেতুপতির দ্বৈরথ দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন গোটা দেশের সিনেমাপ্রেমীরা।
বর্তমানে সাউথের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতে অর্থাৎ হিন্দি সিরিজ় ও সিনেমা জগতেও দারুন জনপ্রিয় তিনি। পর্দায় কখনও খলনায়ক আবার কখনও নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। কিছুদিন আগেই শাহিদ কাপুর অভিনীত ‘ফর্জি’ ওয়েব সিরিজেও পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি। আর এবার তিনিই খোদ বলিউড বাদশা শাহরুখ খানের প্রবল প্রতিপক্ষ। সবমিলিয়ে বর্তমানে তিনি যে সাফল্যের চূড়ায় বসে রয়েছেন তা কিন্তু তাঁর জীবনে একদিনে আসেনি।
তাই দক্ষিণী এই অভিনেতার জীবন কোন সিনেমার চিত্রনাট্যের চেয়ে কোন অংশে কম নয়। ছোট থেকেই অনেক স্ট্রাগলের মধ্যে দিয়েই বড় হয়েছেন অভিনেতা। আর্থিক কষ্ট দূর করতে খুব অল্প বয়সেই কাজ করেছেন মুদির দোকানে। টাকার প্রয়োজনে কাজ করেছিলেন সিমেন্টের কোম্পানিতেও। অভাবের সংসারে পেটে খিদে নিয়েই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি।
তাই সেই স্বপ্নকে তাড়া করেই ধাপে ধাপে এগিয়ে তিনি পৌঁছে গিয়েছেন আজকের এই জায়গায়। যদিও তিনি কোনো স্টার কিড ছিলেন না, ইন্ডাস্ট্রিতে ছিল না তাঁর কোনো গডফাদারও। তাই শুরুতে তাঁকে কোনো পরিচালক কিংবা প্রযোজক কেউই কাজ দিতে চাননি। তাঁর ছিল না তথাকথিত নায়ক সুলভ চেহারাও। তাই অনেক জায়গা থেকে তাঁকে তাড়িয়েও দেওয়া হয়েছিল। আর আজ তিনি সাউথের পাশাপাশি বলিউড কাঁপানো একজন জনপ্রিয় খলনায়ক। প্রকৃত অর্থেই বিন্দু থেকে সিন্ধু তৈরী করেছেন তিনি।
যদিও অভিনয় জীবনের শুরুটা একেবারেই মসৃণ ছিল না অভিনেতার। তাই তাই সুযোগ না আসলেও প্রথমেই হাল ছাড়েননি বিজয় সেতুপতি। তাই শুরুর দিকে বিভিন্ন সিরিয়াল এবং সিনেমায় সাপোর্টিং রোল করেছিলেন তিনি। আবার কখনো কাজ করেছিলেন জুনিয়র আর্টিস্ট হিসেবে ভীড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন হিসাবে। শুরুটা এইভাবে হলেও পরবর্তীতে তাঁর ঝুলিতেই এসেছে একের পর এক হিট সিনেমা। তালিকায় রয়েছে নাইনটি সিক্স , বিক্রম ভেদা, মাস্টার, সুপার ডিলাক্সের মতো একাধিক সুপারহিট সিনেমা। তবে আপাতত জাওয়ান সিনেমায় শাহরুখ খানের বিপরীতে তাঁকে তাকে প্রতিপক্ষ হিসেবে দেখতেই মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা।
Leave a Reply