বলিউডের বেতাজ বাদশা হলেন শাহরুখ খান। তাঁর টোল পড়া গালের হাসিতে আজও ফিদা আসসমুদ্র হিমাচল গোটা ভারতের অসংখ্য তরুণী। দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বেজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিং খানের অসংখ্য অনুরাগী। তাই এই স্বপ্নের নায়কের সান্নিধ্য পাওয়া যে কোন শাহরুখ ভক্তের কাছে সৌভাগ্যের বিষয়। তবে এমন ভাগ্য খুব কম মানুষেরই হয়ে থাকে। সার্বক্ষণ কিং খানের ছত্রছায়ায় থাকেন এমনই একজন সৌভাগ্যবান হলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি।
প্রসঙ্গত বলিউড ইন্ডাস্ট্রিতে বিগত কয়েক দশক ধরে দাপিয়ে কাজ করে চলেছেন শাহরুখ খান। তবে বলিউড বাদশার এই সাফল্যের পিছনে এক বিরাট বড় ভূমিকা রয়েছে তাঁর গোটা টিমের। বিশেষ করে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির। ২০১২ সাল থেকে এক দশকের বেশি সময় ধরে শাহরুখ খানের ম্যানেজার হিসেবে বহাল রয়েছেন তিনি। পূজা এখনকিং খানের পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছেন। তাই শাহরুখ পুত্র আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হলে শাহরুখ-গৌরির বদলে পূজা নিজেই সারাক্ষণ থানা পুলিশের চক্কর কেটে ছিলেন।
আদতে মুম্বাইয়ের বাসিন্দা পূজার জন্ম ১৯৮৩ সালের ২রা নভেম্বর। মজার বিষয় হল শাহরুখ খান আর তাঁর জন্মদিন একই দিনে। পূজা মুম্বাইয়ের একটি স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর, মুম্বাইয়েরই এইচ আর কলেজ অব কমার্স এন্ড ইকোনোমিক্স নিয়ে স্নাতক পাস করেছিলেন। তারপর বেশ কিছুদিন সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন তিনি। তারপর বলিউড তারকাদের ম্যানেজার হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন পূজা।
তাই নিজের দীর্ঘদিনের কেরিয়ারে পূজা শুধু শাহরুখ খানের ম্যানেজার হিসেবেই কাজ করেননি কাজ করেছেন আরও একাধিক বলিউড সেলিব্রেটিদের ম্যানেজার হিসেবেও। পাশাপাশি শাহরুখ-দীপিকা অভিনীত চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রযোজক ছিলেন পূজা। জানা যায় বলিউড সুন্দরী অভিনেত্রী দিয়া মির্জার দ্বিতীয় স্বামী বৈভব রেখি তাঁর আত্মীয়। পূজার স্বামী-হিতেশ গুরনানির মুম্বাইয়ে একটি অলংকার প্রস্তুত সংস্থা রয়েছে। স্বামীর ব্যবসাতেও সাহায্য করেন পূজা।
এই কয়েক বছরে পূজা শাহরুখ খানের পরিবারের খুবই কাছের মানুষ হয়ে উঠেছেন পূজা। তাই শুধু শাহরুখ খান কিংবা গৌরী খানের সাথেই নয় পূজার খুব ভালো সম্পর্ক তাঁদের ছেলেমেয়ে অর্থাৎ আরিয়ান খান, সুহানা খান এবং আব্রামের সঙ্গেও। শাহরুখ খানের বিভিন্ন পারিবারিক অ্যালবামেও উপস্থিতি মেলে পূজার। শাহরুখ খানের কাজকর্ম থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি বিষয় ন দর্পণে থাকে পূজার। তাই পূজার পারিশ্রমিকের অংকটাও কিন্তু আকাশছোঁয়া। যা শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে যে কারও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর শাহরুখ খান নাকি পূজাকে পারিশ্রমিক হিসাবে দেন ৪৫ কোটি টাকা।এছাড়াও পূজার জন্মদিনে শাহরুখ খানের তরফ থেকে থাকে নানান নামিদামি উপহারও।
Leave a Reply