একমাত্র মেয়ের সঙ্গে সম্পর্ক রাখেন না সুপারস্টার বুম্বাদা! কি নাম বুম্বাদার একমাত্র মেয়ের? মেয়ের *কোনও* খোঁজ খবর রাখেন কি বাবা প্রসেনজিৎ চ্যাটার্জী?
একমাত্র মেয়ের সঙ্গে সম্পর্ক রাখেন না
সুপারস্টার বুম্বাদা!
রুপে লক্ষ্মী, গুণে স্বরসতী
তবুও বাবার কাছে কদর নেই মেয়ের!
চেনেন প্রসেনজিতের লাস্যময়ী কন্যাকে?
নজরকাড়া সৌন্দর্যে দশ গোল দেবে
বলিউড নায়িকাদের!
কি নাম বুম্বাদার একমাত্র মেয়ের?
এখন কোথায় আছেন তিনি?
কীভাবে চালাচ্ছেন সংসার?
মেয়ের *কোনও* খোঁজ খবর রাখেন কি
বাবা প্রসেনজিৎ চ্যাটার্জী?
( *কোনও* *তে জোর দিয়ে বলবে*)
বাংলার সিনেমা বললেই যাদের নাম প্রথম মাথায় আসে তাদের মধ্যেই অন্যতম হলেন বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় ৩০ বছর ধরে তিনি রাজ করছেন এই টলিউড ইন্ডাস্ট্রিতে। সে যুগ থেকে এই যুগে, সময়ের সাথে সাথে তার অভিনয়ের পরিবর্তন আজও শিক্ষণীয়। তবে রঙিন পর্দার এই মানুষটির বাস্তব জীবনও বেশ রঙিন। বাস্তব জীবনে করেছেন তিন – তিনটি বিয়ে।
প্রথম স্ত্রী ছিলেন টলিউডের দাপুটে অভিনেত্রী দেবশ্রী রায়। ছোটবেলার প্রেম দেবশ্রীর সঙ্গে তার সম্পর্ক স্থায়ী হয়নি। অল্পদিনেই ঘটে বিবাহ বিচ্ছেদ। এরপর তিনি বিবাহ করেন অপর্ণা ঠাকুরাতাকে । আর তাদের ঘরেই জন্ম নেয় প্রসেনজিৎ কন্যা প্রেরণা চট্টোপাধ্যায়। তবে স্থায়ী হয়নি এই সম্পর্ক। বিবাহ বিচ্ছেদের পর মেয়ে প্রেরণাকে নিয়ে মুম্বাইতে চলে যান অপর্না ঠাকুরতা। এরপর আর বিশেষ লাইমলাইটে আসেনি তারা। তবে সম্প্রতি প্রেরণার 24 তম জন্ম উপলক্ষে অপর্না ঠাকুরতার একটি পোস্ট ফের একবার সংবাদ শিরোনামে নিয়ে এসেছে প্রেরণাকে। এই পোস্টে সে তার মেয়ের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা নানান ছবি দিয়ে তৈরি একটি ভিডিও কোলাজ শেয়ার করেন। আর এই ছবিতেই ফুটে ওঠে কতটা সুন্দর প্রসেনজিৎ কন্যা।
তার ফ্যাশন সেন্স রীতিমতো অবাক করে দেয় সকলকে। তার রূপের কাছে যেন নেহাতই শিশু টলিউডের নায়িকারা। তবে গ্ল্যামারস প্রেরণা সিনেমার জগৎ থেকে অনেক দূরে থাকেন। তিনি কখনই নায়িকা হতে চান না। ছোটবেলায় মাত্র ২বছর বয়সে মুম্বাইতে চলে যাওয়ায়, বাবার সঙ্গেও নেই বিশেষ যোগাযোগ। উচ্চশিক্ষিতা এই কন্যা পেশায় একজন উকিল, থাকেন লন্ডনে। আর এই পোষ্টের পরেই নেটিজেনদের মনে ফের একবার কৌতূহলের সৃষ্টি হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বার্তা নিয়ে।
তবে এই বিষয়ে কিছুই বলেননি বুম্বাদা। উল্লেখ্য এসব বিষয় তিনি বরাবরই প্রাইভেট। এই মুহূর্তে তিনি তৃতীয় স্ত্রী অর্পিতা চ্যাটার্জী ও ছেলে তৃষানজিৎকে নিয়ে সুখে সংসার করতে ব্যস্ত। খুব একটা নিজের আগের সম্পর্ক বা মেয়েকে নিয়ে কথা বলতে শোনা যায় না তাকে । তবে একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ” যদি সম্ভব হয় তিনি তার মেয়েকে ফের জড়িয়ে ধরতে চান। আদর করতে চান। তিনি আশা করেন এমন একটি দিন আসবে যেদিন বাপ মেয়ের মধ্যে সমস্ত দূরত্ব মুছে যাবে”। এবারে আদৌ কোনোদিনও পিতা – কন্যার মধ্যে দূরত্ব ঘুঁচবে কিনা তার উত্তর দেবে সময়ই।
Leave a Reply