পুজোর আগেই সোনায় সোহাগা সরকারী কর্মচারীরা! মোট ১৭ দিনের ছুটি পাবে সরকারী অফিসাররা

পুজোর আগেই সোনায় সোহাগা সরকারী কর্মচারীরা! মোট ১৭ দিনের ছুটি পাবে সরকারী অফিসাররা

পুজোর আগেই
সোনায় সোহাগা সরকারী কর্মচারীরা!

ছুটির বন্যায় ভাসবে
সরকারী চাকুরীজীবিরা!

১দিন নয়, ২দিন নয়
মোট ১৭ দিনের ছুটি।

মিলবে অঢেল সময়
মনের আনন্দে করতে পারবে ঘোরাঘুরি

কবে কবে মিলবে ছুটি?
মিলিয়ে নিন হিসেব

একঘেঁয়েমি কাজ থেকে মুক্তি পেতে কে না চায় বলুন। রোজের ক্লান্তি-ভরা অফিস জীবন থেকে একটু মুক্তি পেতে সকলেরই মন চায়। তবে ছুটি পাওয়াটাই হয়ে যায় বড় সমস্যা। কিন্তু যদি আপনি সরকারি কর্মচারী হন, তাহলে আপনার জন্যে রয়েছে সুখবর। কারন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে আপনি পেতে চলছেন মোট ১৭টি ছুটি।

হ্যাঁ ঠিকই শুনছেন, পশ্চিমবঙ্গের অর্থ দফতরের তরফ থেকে প্রকাশিত ছুটির তালিকাতেই রয়েছে এর উল্লেখ। তাই দেরী না করে এক্ষুনি করে ফেলুন ছুটির পরিকল্পনা। আসুন একনজরে দেখে নি, সেই তালিকা অনুযায়ী কবে থাকবে কিসের ছুটি। প্রথমেই আসছে সেপ্টেম্বরে মাস। এই মাসে রয়েছে দুটি সধারণ ছুটি। প্রথমটি ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে। আর দ্বিতীয়টি আগামী ২৮শে সেপ্টেম্বর ‘ফতেয়া দোয়াজ দাহাম’ উপলক্ষে। এ ছাড়াও শনি ও রবিবারের ছুটিতো রয়েছেই। জরুরী বিভাগ ছাড়া এই দুই দিনই স্কুল – কলেজসহ সমস্ত সরকারী দফতরই ছুটি থাকবে।

সেপ্টেম্বর তো ছিল শুধুই ট্রেলার। আসল ছুটি তো অক্টোবরে। এই অক্টোবরেই ১৫ দিন ছুটি পাবেন সরকারী কর্মচারীরা। শুনে অবাক হচ্ছেন! ভাবছেন গল্প, না গল্প নয় বাস্তবেই হতে চলেছে এমনটা। অক্টোবরের শুরুতেই ২ তারিখে পাবেন গান্ধী জয়ন্তীর ছুটি। এরপর পরবর্তী ছুটি ১৪ই অক্টোবর মহালয়া উপলক্ষ্যে। তারপর সর্বশেষে ১৮ অক্টোবর থেকে টানা পূজোর ছুটি। এই ছুটি থাকবে ৩০শে অক্টোবর অবধি। টানা ১৩ দিন এই ছুটি উপভোগ করতে পারবেন আপনি।
বলাই বাহুল্য, সরকারী কর্মচারীদের আগামী দিনগুলি শুধুই কাটবে ঘোরা আর মজাতে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *