অতীতের ভুল থেকে শিক্ষা নিলেন মমতা ব্যানার্জি! পার্থ, কেষ্টর মতন ঘটনা আটকাতেই
মন্ত্রীসভায় রদবদল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী
অতীতের ভুল থেকে শিক্ষা নিলেন
মমতা ব্যানার্জি!
পার্থ, কেষ্টর মতন ঘটনা আটকাতেই
মন্ত্রীসভায় রদবদল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী!
ডানা ছাঁটতে চলেছেন
বেশকিছু হেভিওয়েট নেতার!
কাদের ছাঁটাই করবেন মমতা?
কাদেরকেই করতে চলেছেন নতুন মন্ত্রী?
প্রকাশ্যে এলো নবান্নের পরিকল্পনা
একুশের বিধান সভায় জিতে ৩য় বার ক্ষমতায় আসতেই আরও বেশি সচেতন তৃণমূল। সেই ছবিই ধরা পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে। শোনা যাচ্ছে মন্ত্রীসভায় রদবদল আনতে চলেছেন মমতা ব্যানার্জি। একেই বিগত দু বছর ধরে তৃণমূলের উপর দিয়ে ফাঁড়া যাচ্ছে। ২০২২ সাল থেকেই এখনও পর্যন্ত একে একে জেলে ঢুকেছে তৃণমূলের বহু হেভি ওয়েট নেতা। পার্থ, কেষ্ট, মানিক, কুন্তল আরও অনেকেই রয়েছেন তালিকায়। এহেন পরিস্থিতে শাসক দলের ভাবমূর্তি নিয়ে কোনও কম্প্রোমাইজই করতে চান তৃণমূল সুপ্রিমো। সেই কারণেই বিধান সভায় জিতেই বহু নতুন নতুন মুখ মন্ত্রীসভায় এনেছেন তিনি। এখন নবান্নের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী এই সমস্ত নতুন নতুন মন্ত্রীরা কি রকম কাজ করছেন, না করছেন সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন। তাদের প্রত্যেকের কাজের রেকর্ড রাখছেন তিনি নিজেই।
এই রদবদলের চক্করে, সবার প্রথমে উঠে আসছে তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর, পর্যটন, খাদ্য এবং অচিরাচরিত শক্তি- এই তিনটি ক্ষেত্রে রদবদল ঘটতে পারে বলে কানাঘুষোয় শোনা যাচ্ছে। এই তিনটি দপ্তরের জন্য আলাদা করে মন্ত্রী থাকলেও, এই তিনটি বিভাগের প্রতি বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী নিজেই। যদি পূর্ব অনুমান অনুযায়ী এই তিনটি দপ্তরের পরিবর্তন আসে, তাহলে ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন বাবুল সুপ্রিয়, রথীন ঘোষের মতন মন্ত্রীরা কারণ এই তিনটি বিভাগের দায়িত্বে রয়েছেন এনারাই। তবে মুখ্যমন্ত্রী নিজেও এখনও কাকে ছাঁটাই করবেন বা করবেন না সেই নিয়ে কিছুই জানাননি। তবে শোনা যাচ্ছে মন্ত্রী সভার বেশ কিছু দপ্তরের কাজে বড্ড অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। ফলে কাকে বার করবেন আর কাকে রাখবেন সবটাই এখন মুখ্যমন্ত্রীর হাতে।
Leave a Reply