দেশজুড়ে কোটি কোটি মানুষ উপকৃত হয়ে থাকেন বিনামূল্যের রেশন প্রকল্পের মধ্যে দিয়ে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রত্যেক মানুষের কথা ভেবেই সেপ্টেম্বর মাসেই রেশন সামগ্রী বন্টন ব্যবস্থায় আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। আমাদের দেশে প্রায় ৯০ কোটি মানুষ এই রেশন কার্ড ব্যবস্থার দ্বারা উপকৃত হয়ে থাকেন। তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেই প্রায় কয়েক কোটি মানুষ এই রেশন কার্ডের সাহায্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকে।
চলতি মাসেই সরকারের তরফ থেকে রেশন বন্টন ব্যবস্থায় কিছু পরিবর্তন করা হয়েছে। অনেক সময় দেখা যায় বিনামূল্যে খাদ্য সামগ্রী পেলেও পরিমাণে কমবেশি সামগ্রী দেওয়ার জন্য উপভোক্তারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলতে থাকেন। তাই এসবের পরিপ্রেক্ষিতে প্রত্যেক মাসে কোন কার্ড হোল্ডাররা কত পরিমাণ খাদ্য পাবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। তাই সরকারের তরফ থেকে প্রত্যেক কার্ড হোল্ডারদের সমস্ত তথ্য যাচাই করে দেখা হবে কে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়ার যোগ্য। সেই মতো খাদ্য বরাদ্দ করে তা পাঠানো হবে রেশন ডিলারদের কাছে। সেইমতো সরকারের তরফ থেকে সেপ্টেম্বর মাসের জন্য নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই নতুন তালিকা অনুযায়ী কোন রেশন কার্ড উপভোক্তারা কত পরিমান খাদ্য সামগ্রী পাবেন।
১)AAY : প্রতিবারের মতো এবারেও AAY অর্থাৎ অন্তদ্বয় রেশন কার্ডের উপভোক্তারা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন। নতুন নিয়ম অনুযায়ী এই কার্ড হোল্ডাররা পরিবার পিছু ২১ কেজি চাল, আর ১৩ কেজি ৩০০ কেজি গম পাবেন একেবারে বিনামূল্যে। এছাড়া ১৩ টাকা ৫০ পয়সা দরে ১ কেজি চিনি দেয়া হবে সরকারের তরফ থেকে।
২) PHH: পি এইচ এইচ রেশন কার্ডের উপভোক্তারা মাথাপিছু এক কেজি ৯০০ গ্রাম আটা কিংবা ২ কেজি গম পাবেন। এছাড়াও পাবেন মাথাপিছু ৩ কেজি করে চাল।
৩) SPHH: অন্যান্য রেশন কার্ড হোল্ডারদের থেকে এই গ্রাহকদের নিয়মটা একটু আলাদা। জানা যাচ্ছে এস পি এইচ এইচ রেশন কার্ডের উপভোক্তাদের খাদ্য তালিকায় সরকার কোনো রকম পরিবর্তন ঘটায়নি।
৪) RKSY-I : এই রেশন কার্ড হোল্ডাররা বিনামূল্যে কার্ড পিছু ৫ কেজি করে চাল পাবেন। তাই যাদের কাছে এই কার্ড রয়েছে তারা সরকারের থেকে চাল ছাড়া অন্য কোনো সামগ্রী পাবেন না।
৫) RKSY-II : এই ধরণের রেশন কার্ড উপভোক্তারা সবচেয়ে কম রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ডের উপভোক্তারা রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে মাথাপিছু বিনামূল্যে ২ কেজি করে চাল পাবেন।
Leave a Reply