নীতা আম্বানির দেওরের বৌ কে জানেন? তিনি সঞ্জয় দত্তের এক্স গার্লফ্রেন্ড, আচমকা সঞ্জয়কে ছেড়ে মুকেশ আম্বানির ভাইকে বিয়ে করেন
নীতা আম্বানির দেওরের বৌ কে জানেন?
তিনি সঞ্জয় দত্তের এক্স গার্লফ্রেন্ড!
বলিউডের নামী নায়িকা!
প্রেম করেছেন একাধিক!
এমগেজমেণ্ট সেরেছিলেন
সঞ্জয় দত্তের সঙ্গে!
কথাও দিয়েছিলেন বিয়ে করবেন!
কিন্তু আচমকা সঞ্জয়কে ছেড়ে
মুকেশ আম্বানির ভাইকে বিয়ে করেন
হয়ে ওঠেন আম্বানির বাড়ির বৌমা
কে এই অভিনেত্রী?
তার কাছে কি টাকাটাই সব?
সম্পত্তির লোভেই কি ছেড়ে দেন সঞ্জয়কে?
আম্বানি পরিবার নিয়ে আমজনতার কৌতূহলের অন্ত নেই। বিশাল ধনরাশি আর অগাদ সম্পত্তির জেরে প্রায়শই শিরোনামে থাকেন আম্বানি পরিবার। তবে এই সব ছাড়াও আম্বানি পরিবারকে নিয়ে অনেক গসিপও রয়েছে, যা অনেকেই জানেন না। বিশেষ করে মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির সংসারকে ঘিরে রয়েছে একাধিক কানাঘুষো। অনিল আম্বানির প্রাণপ্রিয় স্ত্রী টিনা মুনিমকে কেন্দ্র করে অনেক কথা শোনা যায়। আম্বানি পরিবারের বৌ হওয়ার আগে নাকি তার সাথে অনেকেরই সম্পর্ক ছিল। যেহেতু টিনা এককালে বলিউডের নামী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন, ফলে তার সাথে বহু অভিনেতার নাম জড়িয়ে যায়।
টিনা মুনিম সম্পর্কে যতগুলো রটনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য তিনি নাকি সঞ্জয় দত্তের গার্লফ্রেন্ড ছিলেন। সঞ্জয় দত্ত ও তার মধ্যে নাকি দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শুধু তাই নয়, দুজনের প্রেমের মাত্রা এতটাই সিরিয়াস ছিল যে, দুজনে নাকি বাগদান পর্বও সেরে ফেলেন। কিন্তু সঞ্জয় দত্তের লাগামছাড়া জীবন যাপনের জেরেই নাকি সম্পর্ক ভেঙে দেন টিনা। সঞ্জয়ের বেপরোয়া জীবনে হ্রাস টানতে না পারার দুঃখে তিনি সঞ্জয়ের কাছ থেকে দূরে সরে আসেন। এরপরেই ঘুরে যায় টিনা মুনিমের জীবনের মোড়।
সঞ্জয়ের সাথে ব্রেক আপের পর সম্পর্কে জড়াল অনিল আম্বানির সাথে। সেই সময় অনিল আম্বানি ছিলেন বিশ্বের সেরা ধনকুবেরদের মধ্যে একজন। অনিলকে ভালোবেসে অভিনয় ছেড়ে দেন টিনা। সব কিছু ভুলে হাল ধরেন সংসারের। তাদের সংসার আলো করে আসে দুই সন্তান। বর্তমানে সুখেই ঘর করেছেন টিনা ও অনিল আম্বানি।
Leave a Reply