বাড়িতে এই জিনিসটি থাকলেই কপাল পুড়ে ছাই হবে! বাতিল হবে আবাস যোজনার আবেদন, কড়া বিধান জারি করেছে কেন্দ্র
বাড়িতে এই জিনিসটি
থাকলেই কপাল পুড়ে ছাই হবে!
বাতিল হবে আবাস যোজনার আবেদন!
হাতজোড় করলেও মিলবে না
কেন্দ্রীয় পরিষেবা!
আকুতি, মিনতি করেও
পাবেন না আর্থিক সহযোগিতা!
কড়া বিধান জারি করেছে কেন্দ্র!
সময় থাকতে থাকতে জেনে নিন
কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে জনপ্রিয় একটি প্রকল্প হল আবাস যোজনা প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে সুবিধা ভোগ করছে দেশের লাখ লাখ মানুষ। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারদের মানুষদের মাথার উপর ছাদ নির্মাণ করতে সাহায্যের লক্ষ্যে এই প্রকল্পটি চালু করেন কেন্দ্র করে কেন্দ্র সরকার। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের, বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। অনেক দিন ধরেই এই প্রকল্পটির পরিষেবা চালু রয়েছে। কেন্দ্র সরকারের তরফে ২০২৪ সাল পর্যন্ত এই প্রকল্পটির পরিষেবার মেয়াদ বাড়ানো হবে বলেও ঘোষণা দিয়েছে। একই সাথে যারা যারা এই প্রকল্পে এখনও নাম তোলেন, নাম তোলার কথা ভাবছেন তাদের জন্য বিশেষ কিছু বার্তা দিয়েছেন।
এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য যোগ্যতাঃ
আবাস যোজনা প্রকল্পে নাম তুলতে আবেদনকারী পরিবারের বার্ষিক আয় হতে হবে , আধাশহর এলাকায় ৩ লাখ, ছোট শহর এলাকায় ৬ লাখ এবং বড় শহর এলাকায় ১২ লাখ।
গুরুত্বপূর্ণ শর্তঃ
১, আবেদনকারী ব্য়ক্তির গাড়ি, বাইক, সাইকেল বা কৃষিকাজে ব্যবহৃত কোনও যন্ত্রাংশ থাকা যাবে না।
২, কিসান ক্রেডিট কার্ড থাকলে, সেক্ষেত্রেও তিনি আবাস যোজনায় আবেদন করতে পারবেন না।
৩, পরিবারের কেউ সরকারি চাকরি করতে পারবে না।
৪, পারিবারের সদস্যদের আয় হতে হবে ১০ হাজার কম।
৫, আবেদনকারীর বাড়িতে, ফ্রিজ, ল্যান্ডলাইন কিছুই থাকা যাবে না।
৬, আবেদনকারীর নামে কিংবা তার পরিবারের কোনও সদস্যের নামে কোনও প্রকার আর্থিক দুর্নীতি বা জালিয়াতির অভিযোগ থাকা যাবে না।
গুরুত্বপূর্ণ পয়েন্টঃ
১, আবেদনকারী তার পরিবারের নামে যে বাড়িটির জন্য আবেদন করছে, সেই বাড়ির লিখিত চুক্তি থাকতে হবে। আইনি কাগজপত্র থাকতে হবে।
২, আবেদনকারী তার পরিবারের নামে যে জমির উপর বাড়িটি নির্মিত করতে চাইছে , সেই জমির মালিকানা দলিল থাকতে হবে। এগুলো না থাকলে আবেদন খারিজ হয়ে যাবে।
কীভাবে আবেদন করবেন?
এর জন্য প্রথমে, আবাস যোজনা প্রকল্পের ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করুন। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন। প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথিপত্র যোগ করুন। এরপর আপনার স্থানীয় আবাস যোজনা প্রকল্পের কর্তৃপক্ষের কাছে গিয়ে ফর্মটি জমা দিন।
Leave a Reply