জানেন বিশ্বের কোন দেশটিতে একটিও গাছপালা নেই? কীভাবে বেঁচে আছে এই দেশটির মানুষ?
তাদের কি অক্সিজেনের অভাব হয় না?
জানেন বিশ্বের কোন দেশটিতে
একটিও গাছপালা নেই?
নেই কোনও বনজঙ্গল
নেই কোনও প্রকার উদ্ভিদ
দেশটির চারিদিকে শুনশান, শূন্য
কীভাবে বেঁচে আছে
এই দেশটির মানুষ?
তাদের কি
অক্সিজেনের অভাব হয় না?
কি নাম দেশটির?
নাম শুনলেই অবাক হবেন
গাছ আমাদের অক্সিজেন দেয়। জীবন বাঁচায়। গাছ আছে বলেই আমরা বেঁচে আছি, শ্বাস-প্রশ্বাস নিতে পারছি। গাছ না থাকলে অক্সিজেনের অভাবে মানুষের বেঁচে থাকাটাই হুমকির সম্মুখীন হত। আপনারা কি কখনও গাছহীন ভাবে বেঁচে থাকার কথা ভেবেছেন? আপনারা না ভাবলেও বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানে কোনও গাছ নেই। এখানকার মানুষ গাছপালার সাহায্য ছাড়াই জীবন যাপন করে। এই দেশটিতে গাছপালা রয়েছে তবে খুবই কম। নেই বললেই চলে। দেশটির নাম গ্রিনল্যান্ড। শুনে অবাক হচ্ছেন, ভাবছেন যে দেশটির নামেই রয়েছে গ্রিন, সেই দেশে কীভাবে গাছপালার অভাব হতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এটাই সত্যি। বিশ্বের আজব দেশগুলোর মধ্যে একটি হল গ্রিনল্যান্ড। দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত। ভারী বৈচিত্রময়।
দেশটি তার নামের একেবারেই বিপরীত। দেশটিতে সবুজের চিহ্নটুকু নেই। এখানকার ৮৫ শতাংশ এলাকা তুষারে ঢাকা। এর নেপথ্য কারণ, সেখানকার তুষারপাত ও শীতল আবাহাওয়া। দেশটিতে সারা বছরই শীতকাল বিরাজ করে। ভয়ংকর তুষারপাত হয়। ফলে সেখানকার পরিবেশ যে কোনও প্রকার উদ্ভিদ জন্মানোর ক্ষেত্রে বিরাট বাঁধার সৃষ্টি করে। সেখানে যে কোনও প্রকার গাছে বেড়ে ওঠা খুবই কঠিন হয়ে পড়ে। এর ফলে দেশটিতে গাছ পালা নেই বললেই চলে। সেখানে গাছের বদলে ঘাসের পরিমাণটাই চোখে পড়ে। বিশ্বব্যাংকের হিসেবে গ্রিনল্যান্ডে কোনও প্রকার বনজঙ্গল নেই। এই দেশটি হাজারো রহস্যে ঘেরা। এখানে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না। শীত কালে দেশটির আকাশে দেখা যায় রং বেরঙ্গের আলো। সব মিলিয়ে ভারী অদ্ভুত একটি দেশ গ্রিনল্যান্ড। দেশটির আজব সৌন্দর্য উপভোগ করতে দূর দুরান্ত থেকে ছুটে আসে বহু পর্যটক।
Leave a Reply