বিনোদন জগৎ হোক কিংবা বাস্তব জীবন সম্পর্কের বাঁধন আজকাল বড়ই আলগা। তাই বছরের পর বছর একসাথে থেকেও মুহূর্তের মধ্যেই পথ আলাদা হয়ে যাচ্ছে একাধিক সেলিব্রেটি অভিনেতা অভিনেত্রীদের। বছরখানেক আগেও যাঁরা একে অপরকে ছাড়া থাকতে পারতেন না বছর ঘুরতে না ঘুরতেই ছাদ আলাদা হয়ে যাচ্ছে তাঁদের। সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যাচ্ছে যে ডিভোর্স-ই একমাত্র সমাধান হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য। কিন্তু ডিভোর্স দিলেই তো হল না,স্ত্রীরা দাবি করছেন মোটা টাকার খোরপোষ। আর প্রাক্তন স্ত্রীদের সেই খোরপোষ দিতে গিয়েই কার্যত পথে বসার জোগাড় বলিউড তারকারা। আসুন দেখে নেওয়া যাক বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি পাঁচ ডিভোর্সের তালিকা।
ঋত্বিক রোশন-সুজান খান: বলিউডের গ্রিক গড বলা অভিনেতা ঋত্বিক রোশনকে। তাঁর সাথে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবন ছিল সুজান খানের। বলিউডের এই পাওয়ার কাপলের বিচ্ছেদের কথা শুনে ভীষণ অবাক হয়ে গিয়েছিল ছিলেন সবাই। জানা যায় খোরপোষ বাবদ ঋত্বিকের থেকে ৩৮০ কোটি টাকা নিয়েছিলেন সুজান।
সইফ আলি খান-অমৃতা সিং: বয়সের বাধা না মেনে ১৯৯১ সালে নিজের থেকে ১৩ বছরের বড় সইফ আলি খানকে ভালোবেসেই বিয়ে করেছিলেন অমৃতা। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু ছেলেমেয়ে হওয়ার পরেও ভেঙে যায় তাঁদের সংসার। জানা যায় প্রথম স্ত্রী অমৃতাকে খোরপোষ বাবদ ৫ কোটি টাকা দিতে হয়েছিল সইফকে। এছাড়া র ১৮ বছর না হওয়া পর্যন্ত ছেলে ইব্রাহিমকে প্রত্যেক মাসে ১ লাখ টাকা করে দিতে হতো অভিনেতাকে।
করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুর: ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করলেও সংসার সুখের হয়নি বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের। বিয়ের ১৩ বছরের মাথায় ২০১৬ সালেই স্বামী সঞ্জয় কাপুরের সাথে বিবাহবিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রীর। তাঁদের সন্তানও রয়েছে। ডিভোর্সের পর স্বামীর একটি বাড়ি পেয়েছেন করিশ্মা।সেইসাথে পেয়েছেন সন্তানদের নামে ১৪ কোটি টাকার বন্ডও। যা থেকে মাস গেলে ১০ লাখ টাকা সুদ পান অভিনেত্রী।
মালাইকা অরোরা-আরবাজ খান: বলিউডের সেলিব্রেটি কাপলদের তালিকায় একসময় প্রথমেই নাম আসতো তাঁদের। দীর্ঘ ১৭ বছর সংসার করেছিলেন তাঁরা। কিন্তু তারপরেই আচমকা ঘটে যায় অঘটন। বিচ্ছেদের পর এখন আলাদাই থাকেন আরবাজ-মালাইকা। সংখ্যাটা জানা না গেলেও সূত্রের খবর, ডিভোর্সের পর খোরপোষ হিসেবে মোটা টাকা নিয়েছিলেন মালাইকা।
আদিত্য চোপড়া-পায়েল খান্না: বলি সুন্দরী রানি মুখার্জির প্রেমে পড়েই প্রথম স্ত্রী পায়েল খান্নাকে ডিভোর্স দিয়েছিলেন যশ রাজ ফিল্মসের কর্ণধার তথা বিখ্যাত পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়া।মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর, ডিভোর্সের সময় খোরপোষ হিসেবে পায়েলকে ৫০ কোটি টাকা দিতে হয়েছিল আদিত্যকে।
Leave a Reply