বলিউড

বিনোদন জগতের সাথে যুক্ত বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরাই তাঁদের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন একই পেশার সাথে যুক্ত মানুষদের। রণবীর কপূর-আলিয়া ভট্ট,  থেকে রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ, রাজকুমার রাও-পত্রলেখা, কিংবা সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবাণী উদাহরণ রয়েছে অনেক। কিন্তু এমন অনেক অভিনেতা অভিনেত্রীও রয়েছেন যাঁদের  স্বামী-স্ত্রীরা কেউই বলিউডের সাথে যুক্ত নন। তাঁরা পেশায় কেউ ব্যাংকার আবার কেউ ব্যবসায়ী।আসুন দেখে নেওয়া যাক এমন বলিউড সেলিব্রেটিদের তালিকা।

মাধুরী দীক্ষিত:বলিউড তারকাদের এই তালিকায় প্রথমেই রয়েছেন ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। পরম সুন্দরী এই অভিনেত্রী কোনো অভিনেতা নয় জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন শ্রীরাম মাধব নেনেকে। তিনি পেশায় একজন চিকিৎসক। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি।

শাহরুখ খান:তালিকায় রয়েছেন খোদ বলিউড বাদশা শাহরুখ খানও। পর্দায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন অসংখ্য সুন্দরী অভিনেত্রী। কিন্তু কিং খান আজীবন প্রেমে পাগল তাঁর স্ত্রী গৌরী খানের। তাঁদের প্রেম কাহিনিও দারুন জনপ্রিয় অনুরাগীদের কাছে। গৌরী পেশায় একজন সফল ডিজাইনার তবে এখন তিনি একজন  চলচ্চিত্র প্রযোজকও।

মুমতাজ: ১৯৭৪ সালে শিল্পপতি ময়ূর মাধবনীকে বিয়ে করে সংসার পেতে ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ। কানাঘুষো শোনা  যায় লন্ডনে  ছুটি কাটাতে গিয়েই বিয়ে করে নিয়েছিলেন তাঁরা।

শিল্পা শেট্টি: নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী হলেন শিল্পা শেট্টি। ২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই বলি সুন্দরী। রাজ পেশায় একজন ব্যবসায়ী।

জুহি চাওলা: নব্বইয়ের দশকের বলি সুন্দরী জুহি চাওলাও নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন একজন জনপ্রিয় শিল্পপতিকে। তিনি হলেন জয় মেহতা। ১৯৯৫ সালে গোপনে বিয়ে করেছিলেন তাঁরা।

রবিনা টন্ডন: অভিনেত্রী রবিনা টন্ডন ১৯৯৫ সালে রাজস্থানের উদয়পুরের জগ মন্দির প্যালেসে ধুমধাম করেই বিয়ে করেছিলেন  অনিল থাঠানিকে। সরাসরি অভিনয়ের সাথে  যুক্ত না হলেও অনিল পেশায় একজন ফিল্ম ডিস্ট্রিবিউটর।

সোনম কপূর: বলিউডের ফ্যাশন কুইন সোনম কাপুর। কোনও বলিউড অভিনেতা নয় ২০১৮ সালে শিল্পপতি আনন্দ আহুজার সাথেই বিয়ে করেন অভিনেত্রী।

কাজল আগরওয়াল: করোনাকালে বহু দিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। তাঁর স্বামী পেশায় এক ব্যবসায়ী।

আয়েশা টাকিয়া: একসময় বলিউডে ব্যাপক ক্রেজ ছিল আয়েশা টাকিয়ার। যদিও বলিউড  থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। পেশায় হোটেলের মালিক ফারহান আজ়মির সাথে ২০০৯ সালে বিয়ে করেন আয়েশা।

এষা দেওল: বলিউডে হাতেখড়ি হলেও হাতে গোনা কয়েকটা মাত্র  সিনেমায় অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মেয়ে এষা দেওল। ২০১২ সালে দীর্ঘ দিনের প্রেমিক ভরত তখতানির সাথেই ধুমধাম করে বিয়ে করেছিলেন এষা। তিনি পেশায় একজন ধনী  ব্যবসায়ী।

আসিন থোট্টুমকল: সাউথের  পাশাপাশি বলিউড সিনেমাতেও  অভিনয় করেছিলেন আসিন থোট্টুমকল। দীর্ঘদিনের প্রেমিক রাহুল শর্মার সাথে ২০১৬ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এই অভিনেত্রী। তিনি একটি জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থার অধিকর্তা।

শাহিদ কাপুর: করিনা কাপুরের সাথে  বিচ্ছেদের পর বাড়ির লোকের দেখা শোনাতেই ২০১৫ সালে মীরা রাজপুতের সঙ্গে বিয়ে করেন শাহিদ। বতমানে দুই সন্তান নিয়ে সুখের সংসার তাঁদের। অভিনেতার স্ত্রী এই পেশার সাথে যুক্ত না হলেও সৌন্দর্যে তিনি টেক্কা দিতে পারেন তাবড় বলি  সুন্দরীদেরও।

জন আব্রাহম:  বলিউডের হ্যান্ডসাম হিরো জন আব্রাহমের স্ত্রী প্রিয়া রুঞ্চল পেশায় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। ২০১৩ সালে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন অভিনেতা।

বরুন ধাওয়ান:  বরুন ধাওয়ানের স্ত্রী নাতাশা দলাল হলেন তাঁর ছোটবেলার বান্ধবী।  ২০২১ সালে চার হাত এক হয়েছে তাঁদের।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *