শাহরুখ খান

শাহরুখ খান নামটাই যথেষ্ট! তাঁকে এক ডাকে চেনে গোটা দুনিয়া। প্রতিদিন মায়া নগরী মুম্বাইতে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে আসে কয়েক হাজার তরুণ-তরুণী। তাঁদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনই হতে পারেন ভবিষ্যতের সুপারস্টার। এমন সব উঠতি তারকাদের কাছে অনুপ্রেরণা বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ শাহরুখ খান। তাই সকলের কাছেই শাহরুখ খানের সাথে অভিনয় করা মানেই বিরাট ভাগ্যের ব্যাপার।

আর এটা কিন্তু কথার কথা নয়। বলিউডে সত্যিই এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা শাহরুখ খানের সাথে প্রথম সিনেমা করেই রাতারাতি হয়ে গিয়েছেন সেলিব্রেটি। আসুন দেখে নেওয়া যাক বলিউড ইন্ডাস্ট্রির এমন কয়েকজন অভিনেত্রীর তালিকা যাঁরা তাঁদের কেরিয়ারের প্রথম সিনেমাতেই নায়ক হিসাবে পেয়েছিলেন শাহরুখ খানকে।

দীপিকা পাড়ুকোন- বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের প্রথম হাতেখড়ি হয়েছিল কন্নড় সিনেমা ‘ঐশ্বর্য’র হাত ধরে। তবে বলিউডে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে। ২০০৭ সালে দীপিকার এই ডেবিউ সিনেমায় তাঁর নায়ক হয়েছিলেন শাহরুখ খান।

অনুষ্কা শর্মা- হিন্দি সিনেমায় অনুষ্কার কেরিয়ার শুরু হয় ‘রব নে বনা দি জোড়ি’ ছবির হাত ধরে। ২০০৮ সালের এই সিনেমায় শাহরুখের নায়িকা হয়েছিলেন তিনি। এই সিনেমার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

শিল্পা শেট্টি – নব্বইয়ের দশকের সুপারহিট হিন্দি সিনেমা ‘বাজিগর’। এই সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেই নজর কেড়েছিলেন শিল্পা শেট্টি। এরপর একের পর এক হিট সিনেমায় নায়িকার চরিত্রেই দেখা গিয়েছে শিল্পা-কে।

প্রীতি জিন্টা- বলিউডের মিষ্টি নায়িকা প্রীতি জিন্টা। একটা সময় হিন্দি সিনেমা জগতে দাপিয়ে অভিনয় করেছিলেন তিনি। তবে তাঁর প্রথম সিনেমা ছিল ‘দিল সে’। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার নায়ক ছিলেন শাহরুখ খান। এই সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেই সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন প্রীতি।

মহিমা চৌধুরী- সালটা ছিল ১৯৯৭। ওই বছরেই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মহিমা চৌধুরী। সুভাষ ঘাই পরিচালিত এই সিনেমায় শাহরুখের নায়িকা হয়েই বাজিমাত করেছিলেন মহিমা। শুরুতেই শাহরুখের সঙ্গে তাঁর রসায়ন ছাপ ফেলেছিল দর্শকমহলে।

গায়ত্রী জোশী- শাহরুখ খান অভিনীত জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম হল ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্বদেশ’। এই সিনেমায় শারুখ খানের নায়িকা হয়েই নজর কেড়েছিলেন নবাগতা অভিনেত্রী গায়ত্রী জোশী।

মাহিরা খান – তালিকায় রয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানও। বলিউডে তাঁর ডেবিউ সিনেমা ছিল ‘রইস’। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় শাহরুখের নায়িকা হয়েছিলেন তিনি।

সুচিত্রা কৃষ্ণমূর্তি – শাহরুখ খানের একাধিক সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম হলেন সুচিত্রা কৃষ্ণমূর্তি। ‘কভি হাঁ কভি না’ সিনেমায় কিং খানের নায়িকা হয়েছিলেন তিনি। এই অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ২০২২ সালের ‘অড কাপল’সিনেমায়।

শ্রিয়া পিলগাঁওকার – ওয়েব সিরিজের জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন হলেন শ্রিয়া। ২০১৬ সালে ‘মির্জাপুর’ খ্যাত এই অভিনেত্রীকে শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ সিনেমায় দেখা গিয়েছিল।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *