নুসরাত জাহান

বিনোদন জগতের সাথে রাজনীতির সম্পর্ক বহুদিনের। অভিনয়ের হাত ধরে কেরিয়ার শুরু হলেও পরবর্তীতে রাজনীতিতে হাতেখড়ি হয়েছে এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। বাংলা বিনোদন জগতের এমনই একজন চর্চিত অভিনেত্রী হলেন নুসরাত জাহান। তাঁর  ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় কিংবা রাজনীতি সবকিছুই যেন হামেশাই উঠে আসে সংবাদ শিরোনামে।  এরই মধ্যে অভিনেত্রীকে নিয়ে মঙ্গলবার থেকে শুরু হল নতুন আলোচনা।  কিছুদিন আগেই অভিনেত্রীর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পর এবার ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি। তবে শুধু সমনই পাঠানো হয়নি জানা যাচ্ছে আগামী মঙ্গলবার তাঁকে  হাজিরা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে।

পাশাপাশি ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে বলে খবর। জানা যায় ২০১৪-১৫ সালে একটি সংস্থায়  ৪০০-র বেশি প্রবীণ নাগরিক সাড়ে ৫ লক্ষ টাকা করে জমা দিয়েছিল। পরিবর্তে তাদের হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা না পেয়েছেন ফ্ল্যাট না ফেরত পেয়েছেন টাকা। বর্তমানে ওই সংস্থাটিই রয়েছে ইডির আতস কাঁচের তলায়। আর সবচেয়ে বড় চমক হল এই সংস্থার  অন্যতম ডিরেক্টর নাকি  অভিনেত্রী তথা বসিরহাটের  তারকা সাংসদ  নুসরাত জাহান।

তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি সাংবাদিক বৈঠকে মুখ খুলেছিলেন নুসরাত। সেখানেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে নুসরত স্পষ্ট জানিয়েছিলেন সংশ্লিষ্ট সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছিলেন।  সেই ঋণ নাকি সুদসহ তিনি ফিরিয়েও  দিয়েছেন। এখন নাকি ওই সংস্থার সাথে তাঁর  কোন যোগাযোগই নেই। এছাড়াও কোন দুর্নীতির সাথে তাঁর যোগ নেই বলে স্পষ্ট দাবি করেছেন নুসরাত। যদিও নুসরতের ওই দাবি শুনে স্তম্ভিত ওই সংস্থার আর এক ডিরেক্টর।

কিছুদিন আগেই জোর গলায় নুসরাত জানিয়েছিলেন তিনি নিশ্চিত যে তাকে এই প্রতারণা মামলায় ইডি তলব করবে না।  যদিও এদিন নুসরাতের সেই ভবিষ্যদ্বাণী ধোপে টিকলো না। তাই হঠাৎ করেই তাঁকে হাজিরা দেওয়ার জন্য  তলব করল ইডি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল জাগছে, বর্তমানে ঠিক কত টাকার মালিক নুসরত জাহান?

প্রসঙ্গত ২০১৯ সালের নির্বাচনের আগে নুসরাত যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন, ২০১৩-১৪ অর্থবর্ষ থেকে ২০১৭-১৮ অর্থবর্ষ পর্যন্ত যথাক্রমে তিনি আয় করেছেন ২১,৯৮,৩১৩ টাকা, ৯,৪৮,০২৫ টাকা, ২০,২০,৪৮৬ টাকা, ৩৯,২৫,৫৪৬ টাকা এবং ২৫,৬৭,১২৫ টাকা। ব্যাঙ্ক, গহনা, গাড়ি, সেভিংস ইত্যাদি সহ তার মোট সম্পত্তি ছিল ৯০,৮৮,৩৯১.৩০ টাকা। যার মধ্যে ছিল ১২ লক্ষ টাকার গয়না, দুটি বিলাসবহুল গাড়ি যথাক্রমে ৭,৫০,০০০ টাকা এবং ২৮ লক্ষ টাকা, বাকি নগদ এবং ইনসিওরেন্স ও সেভিংস ছিল অভিনেত্রীর।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *