কে হবেন I.N.D.I.A.জোটের প্রধানমন্ত্রী? কাকে চাইছে জনতা? কত মানুষ মমতাকে প্রধানমন্ত্রী
হিসেবে চাইছেন?
কে হবেন I.N.D.I.A.জোটের প্রধানমন্ত্রী?
কাকে চাইছে জনতা?
মোদী, মমতা নাকি রাহুল?
কত মানুষ মমতাকে প্রধানমন্ত্রী
হিসেবে চাইছেন?
প্রাইম মিনিস্টার হওয়ার দৌড়ে
কতটা এগিয়ে বাংলার মুখ্যমন্ত্রী?
রিসেন্ট সমীক্ষায় বেরিয়ে এলো
চাঞ্চল্যকর রিপোর্ট
দেখলে বিশ্বাসই হবে না
সামনেই লোকসভা ভোট। সেই নিয়ে প্রতিদিনই চড়ছে পারদ। প্রায় রোজদিনই কিছু না কিছু খবর উঠে আসছে সংবাদ শিরনামে। NDA বনাম INDIA *প্রতিদ্বন্দ্বীতায়* ভারত কার হবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। তবে যদি INDIA জোট জয়লাভ করে তবে কে প্রধানমন্ত্রী হবেন সেটিও বড় প্রশ্ন। কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী এই জোট ঘোষণা না করলেও ইতিমধ্যেই কিছু নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। যার মধ্যে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কত নম্বরে রয়েছেন তিনি। এক নম্বরেই বা কে !?। *এই উত্তর সামনে নিয়ে এলো “এবিপি নিউজ এবং সি ভোটার” এর সমীক্ষা*। আর তাদের করা যৌথ সমীক্ষাতেই উঠে এল অবাক তথ্য। এই সমীক্ষা চালানো হয়েছিল ইন্ডিয়া জোটের থেকে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন দেশের জনতা।
*এই সমীক্ষায়, জনপ্রিয়তার শীর্ষে থেকে সবার প্রথমে যার নাম উঠে আসে তিনি হলেন রাহুল গান্ধী।* মোট ২৯ শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে।
এরপরেই দ্বিতীয়তে যার নাম আসে তিনি হলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার জনপ্রিয়তাও নেহাত কম নয়। শতাংশের হিসেবে তিনিও পেয়েছেন ৯ শতাংশ মানুষের সমর্থন।
তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে। তাদের পক্ষে সমর্থন জানিয়েছেন ৬ শতাংশ মানুষ।
তবে এই সমীক্ষায় হতাশ হতে হবে বাংলার মানুষ তথা তৃণমূল কংগ্রেস সমর্থকদের। কারণ দেশের মাত্র ৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে। যার ফলে অনেকটাই ধাক্কা খেল মমতার প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা। এছাড়াও এই সমীক্ষায় ৪০ শতাংশ মানুষ এই INDIA জোট থেকে কাউকেই চান নি প্রধানমন্ত্রী হিসেবে। আবার ৪ শতাংশ মানুষ বলেছেন তারা এই বিষয়ে জানেন না। এবারে আগামীতে কে ফের দিল্লির মসনদ অধিকার করবে তার উত্তর দেবে সময়।
Leave a Reply