কৌশিকী অমাবস্যায় খুলে যাচ্ছে ৪ রাশির মরচে পড়া ভাগ্যের তালা! ফুলে, ফেঁপে লাল হবে
এই ৪টি রাশির জাতক-জাতিকা
কৌশিকী অমাবস্যায় খুলে যাচ্ছে
৪ রাশির মরচে পড়া ভাগ্যের তালা!
ফুলে, ফেঁপে লাল হবে
৪টি রাশির জাতক-জাতিকা!
মা কালীর আশীর্বাদে
ঘটবে প্রবল ধন প্রাপ্তিযোগ!
দূর হবে সমস্ত অভাব দারিদ্যতা!
চাকরি ক্ষেত্রে প্রমোশন!
শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্ট!
চারিদিক থেকেই মালামাল হবে ৪ রাশি!
তালিকায় রয়েছেন কারা
দেখুন
হিন্দু শাস্ত্রে কৌশিকী আমবস্যা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটিকে মা ভবতারিণীর আরাধনার জন্য উপযুক্ত বলে মানা হয়। কৌশিকী আমবস্যার বিশেষ তিথিতে অগণিত সনাতন ধর্মাবলম্বী তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাটে ভিড় জমান। তবে চলতি বছরের কৌশিকী আমবস্যা যে দিনটিতে পড়তে চলেছে, সেই দিনটি অত্যন্ত শুভ ও শক্তিশালী হতে চলেছে। বিশেষ এই দিনটিতে মা ভবতারিণী বিশেষ চারটি রাশির ভাগ্যে শুভ ফল প্রদান করবেন। চারটি রাশি মায়ের কৃপা ধন্য হবেন। মায়ের কৃপায় উজ্জ্বল হবে চার রাশির জাতক। দেখুন তালিকায় রয়েছেন কারা –
এক, মিথুন রাশি- কৌশিকী অমাবস্যায় সরাসরি মায়ের আশীর্বাদ পাবে মিথুন রাশি। চাকরি, ব্যবসায় ফুলে ফেঁপে লাল হয়ে উঠবে এই রাশির অধিকারীরা। ব্যবসায় মুনাফা বাড়বে, আচমকা অর্থ লাভের সুযোগ আসবে। সমস্ত মনোস্কামনা পূর্ণ হবে। কৌশিকী অমাবস্যা থেকে মিথুন রাশির জাতকদের ভাগ্যোদয় ঘটবে।
দুই, সিংহ রাশি- কৌশিকী অমাবস্যায় মা ভবতারিণীর দু হাত ভরা আশীর্বাদ পাবে সিংহ রাশি। সংসারে সুখ ফিরবে, বাবা মায়ের কাছ থেকে সহযোগিতা পাবে, বন্ধুদের ভালোবাসা পাবে। পুরনো সমস্যা মিটে যাবে।
তিন, মীন রাশিঃ চলতি বছরের কৌশিকী অমাবস্যায় মীন রাশির জাতকদের দাম্পত্য কলহ মিটে যাবে। যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত তাদের প্রবল উন্নতি হবে। এছাড়াও শত্রু নাশ হবে।
চার, ধনুরাশিঃ এই রাশির জাতদের যাবতীয় ফাঁড়া কেটে যাবে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে। থমকে যাওয়া প্ল্যান চূড়ান্ত হবে।
Leave a Reply