জানেন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী মোট কতগুলো ছুটি নিয়েছেন? মোদী কি কর্মঠ নাকি ফাঁকিবাজ? RTI রিপোর্টে ফাঁস আসল তথ্য
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে
নরেন্দ্র মোদী মোট কতগুলো ছুটি নিয়েছেন?
৯ বছরের শাসনকালে
কত বার কাজ কামাই করেছেন তিনি?
মোট কতগুলো মিটিং করেছেন
দেশ নায়ক মোদী?
প্রাইম মিনিস্টার হিসবে
মোদী কি কর্মঠ নাকি ফাঁকিবাজ?
RTI রিপোর্টে বেরিয়ে এলো মোদীর
কাজ কর্মের আসল হিসেব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যিনি নিজের কর্মদক্ষতার মধ্যে দিয়ে জিতে নিয়েছেন অগণিত দেশবাসীর মন। জাতীয় থেকে আন্তর্জাতিক স্তর, দুই শাখাতে তিনি সমানতালে জনপ্রিয়। অক্লান্ত পরিশ্রম, নিরলস দেশসেবা, তুখোড় বাচনভঙ্গি এগুলোই মোদীর সম্পদ। মোদীর এই গুণাবলির জন্যই দেশবাসীর কাছে তিনি এত জনপ্রিয়। দেশ সেবার কাজে মোদী সবার আগে থাকেন। এই কথা প্রমাণিত মোদীর কাজে কর্মের রেকর্ডে। তিনি এতটাই কাজ পাগল যে, প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে তিনি একবারের জন্যও ছুটির আবেদন করেননি। বরং ক্ষমতায় আসার পর থেকেই লাগাতার কাজ করে গিয়েছেন।
সম্প্রতি আরটিআই থেকে জানা গিয়েছে এমন তথ্য। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন নরেন্দ্র মোদী। সেই থেকেই দেশ ও দশের রক্ষা কর্তা হিসেবে নিজেকে সামনে এগিয়ে দিয়েছেন সব সময়। প্রধানমন্ত্রী হলেও, তিনি একজন মানুষ। তারও শরীর খারাপ, ভালো, মন্দ কত কিছু থাকতে পারে। কিন্তু মোদী এই দিক থেকে একেবারেই ব্যতিক্রম। তিনি প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে একদিনের জন্যও প্রশাসনিক কাজ থেকে বিরত নেননি। ২৪ ঘণ্টা তিনি দেশের জন্য নিজেকে নিয়োজিত রেখে গেছেন। ছুটি তো নেননি বরং দরকারের চেয়েও অনেক বেশি সময় দিয়েছেন প্রশাসনিক কাজে। মোদী তার শাসনকালের ৯ বছরের মধ্যেই দেশ ও বিদেশ মিলিয়ে তিন হাজারেরও বেশি সম্মেলনে যোগ দিয়েছেন। আরটিআই এর এই তথ্য সামনে আসতেই অনেকেই অবাক হয়েছেন। সত্যি দেশমাতার জন্য যে মানুষটি দিন রাত নিজের ব্যক্তিগত সময়টুকুও দান করে দিচ্ছেন, তাকে কুর্নিশ জানাই।
Leave a Reply