লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প চালু করবেন অরবিন্দ কেজরিওয়াল! ভোট বাক্স ভরাতেই মমতাকে নকল, ঠিক কি করতে চলেছেন আপ সুপ্রিমো?

লক্ষ্মীর ভাণ্ডারকে কপি! আসছে নতুন প্রকল্প! ভোট বাক্স ভরাতে দেশে নতুন খেল!

ভোট বাক্স ভরাতে
ফের দান খয়রাতি!

এবার মমতা নন, অন্য কেউ!
চালু হবে হুবহু লক্ষ্মীর ভাণ্ডারের মতই
নতুন প্রকল্প!

ভোট বাক্স ভরাতে ডবল টাকা!
লক্ষ্মীর ভাণ্ডারকেও ছাপিয়ে যাবে এই প্রকল্প!
রয়েছে আরও সুবিধা!

কে আনছেন?
কোথায় আনছেন এমন প্রকল্প?
চলুন দেখে নেওয়া যাক

পশ্চিম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের সাহায্যে বাংলার মা বোনেরা মাস গেলে ৫০০ টাকা করে পান, আর যারা সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত তারা পান ১০০০ টাকা করে। এর ফলে আর্থিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারছে বাংলার নারীরা। এই প্রকল্পের দৌলতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তাও অনেকটা বেড়েছে। এবার মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পকে কপি করতে চলেছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। তিনিও হুবুহু লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প চালু করার কথা সামনে এনেছেন।

ঠিক কি জানিয়েছেন তিনি?

সম্প্রতি আপ মুখপাত্র অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন যদি রাজস্থানে আপ ক্ষমতায় আসে, তাহলে পশ্চিম বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে সেখানেও একটি প্রকল্প চালু করবেন তিনি। তবে তিনি যে প্রকল্পটির পরিকল্পনা করেছেন সেটি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনেকটা আলাদা হবে। তিনি জানিয়েছেন ১৮ বছরের উর্ধে থাকা মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হবে। সঙ্গে প্রতিমাসে ৩০০ ইউনিটের বিদ্যুৎও দেওয়া হবে। তার সাথে গ্রামে, গঞ্জে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা জোরদার করা হবে। প্রত্যেক শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে।

কেজরিওয়ালের এই সিদ্ধান্তকে অনেকেই কটাক্ষ করে বলছেন জনপ্রিয়তা পেতেই নাকি মমতার আদলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আনার পরিকল্পনা করছেন তিনি। সবই নাকি ভোট ব্যাংক ভরানোর চক্রান্ত দাবি বিরোধীদের।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *