এখনকার ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রত্যেক মানুষের হাতে হাতেই রয়েছে স্মার্টফোন। যা সচল রাখতে অত্যন্ত প্রয়োজনীয় সিম কার্ড। তাই ফোন যতই দামি আর স্মার্ট হোক না কেন সিম কার্ড ছাড়া তা কিন্তু এক কথায় অচল। তবে এখন মাথাপিছু প্রত্যেকের হাতেই থাকে দু-তিনটে স্মার্টফোন। তাই সিম কার্ডও যে আগোনা থাকবে তা বলাই বাহুল্য।
তবে এবার সিম কার্ড বিক্রির ক্ষেত্রে এক নতুন নিয়ম চালু করছে কেন্দ্রীয় সরকার। আসলে এই সিম কার্ড হ্যাকারদের চক্করে পড়েই জালিয়াতির খপ্পরে পড়ে যায় বহু গ্রাহক। তাই ক্রেতা সুরক্ষার কথা ভেবেই এবার সিম কার্ড বিক্রির নিয়মে কড়াকড়ি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাই দোকানগুলি যেসব কোম্পানির সিম বিক্রি করবে সেই সংস্থার তরফে ওইসব দোকানের সম্পর্কে ভালভাবে যাচাই করতে হবে কেওয়াইসি (KYC) অর্থাৎ ‘নো ইওর কাস্টোমার’- এই পদ্ধতিতে। জানা যাচ্ছে চলতি বছরের পয়লা অক্টোবর থেকেই Department of Telecom (DoT) সিম কার্ডের ক্ষেত্রে এই নিয়ম চালু করা হবে। তাই এবার থেকে যে দোকান জিও বা এয়ারটেল যে কোম্পানির সিম বিক্রি করবে, সেই কোম্পানির মাধ্যমেই চলবে যাচাই প্রক্রিয়া।
ক্রেতা সুরক্ষাই মূল লক্ষ্য
ডুপ্লিকেট সিম ব্যবহার করেই প্রতারণা চক্রের জ্বাল ছড়াতে থাকেন হ্যাকাররা। তাই এইসব থেকেই গ্রাহকদের বাঁচানোর জন্য সিম বিক্রির দিকে কড়া নজর দিচ্ছে সরকার। তাই সিম কীভাবে বিক্রি করা হচ্ছে? কিংবা কোন দোকান কাদের কোন সিম বিক্রি করছে, কোন পদ্ধতিতে বিক্রি চলছে, ক্রেতা সুরক্ষার সব নিয়ম মানা হচ্ছে কিনা? এই সবটাই এবার থেকে Department of Telecom (DoT)-এর নখদর্পনে থাকবে।
এই বিষয়ে কেন্দ্রীয় সরকার যেদুটি সার্কুলার জারি করেছে সেখানে একটি নিয়ম রয়েছে ইউজারদের জন্য,আর একটি নিয়ম রয়েছে সিম কোম্পানির জন্য।
নিয়ম না মানলে মোটা টাকা জরিমানা
যদি কোনো সিম নির্মাণকারী সংস্থা দোকানের কেওয়াইসি ভালভাবে খতিয়ে না দেখে তাহলে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে টেলিকম সংস্থাকে।
আলাদা নিয়ম রয়েছে অসম, কাশ্মীর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে। যে দোকানগুলি সিম বিক্রি করছে টেলিকম সংস্থাগুলিকে সেই নির্দিষ্ট দোকানের পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। তারপরেই মিলবে সিম বিক্রির অনুমতি।
ক্রেতাদের জন্যেও নতুন নিয়ম
তবে শুধু সিম বিক্রির দোকানগুলিই শুধু নয় নতুন নিয়ম থাকছে ক্রেতাদের জন্যও। তাই সিম কেনার সময় কেওয়াইসির পাশাপাশি ক্রেতাদের আধার ভেরিফিকেশনও করা হয়। তাই সিম নষ্ট কিংবা হারিয়ে গেলেও একই ধরনের ভেরিফিকেশন করার প্রয়োজন হবে। অর্থাৎ সিম রি-ইস্যুর ক্ষেত্রেও চালু হবে কড়া নিয়ম। গ্রাহকদের সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচাতেই Department of Telecom (DoT) চালু করেছে এই নিয়ম।
Leave a Reply