ভারতের ৫টি মন্দিরে দেবতার মতন পুজো পান ভারতের ৫ নামী অভিনেতা! এদের চরণামৃত খেতে ছুটে আসে লাখ লাখ ভক্ত

ভারতের ৫টি মন্দিরে দেবতার মতন পুজো পান ভারতের ৫ নামী অভিনেতা! এদের চরণামৃত খেতে ছুটে আসে লাখ লাখ ভক্ত

ভারতের ৫টি মন্দিরে
দেবতার মতন পুজো পান
ভারতের ৫ নামী অভিনেতা

এখানে ভগবান নয়
আরাধনা করা হয়
৫ তাবড় তাবড় সুপারস্টারের!

এদের নামেই
চড়ানো হয় ভোগ প্রসাদ!
দেওয়া হয় অঞ্জলি!

এই ৫ তারকার চরণামৃত খেতে
ছুটে আসে লাখ লাখ ভক্ত!

তালিকায় আছে নাকি
কলকাতার কোনও নায়ক?

কোথা আছে এই ৫টি মন্দির?
কাদের মূর্তি রয়েছে সেখানে?

সনাতন ধর্মের দেশ ভারতবর্ষে রয়েছে নানান দেব – দেবীর মন্দির। কিন্তু এমন কিছু মন্দির রয়েছে যেখানে দেবতার বদলে পূজিত হন মানুষ। হ্যাঁ! ঠিকই শুনছেন, এখানে ভগবানের ন্যায় পূজিত হন সেলিব্রিটিরা। আসলে ভারতীয়দের জীবনে একটা বড় অংশ জুড়ে রয়েছে সিনেমা। আর এই সিনেমার পর্দার তারকাদেরকেই ভগবানের ন্যায় পুজো করে তার ভক্তরা। এই তারকাদের থাকে কয়েক কোটি ভক্ত। তাদের সিনেমা মুক্তির আগে রীতিমত দুধ, মালা দিয়ে পূজো করে শুরু হয় উৎসব।

তালিকায় কারা কারা রয়েছেন এক নজরে দেখুন-

এক, সোনু সুদঃ প্রথমেই আসে বলিউড অভিনেতা সোনু সুদের নাম। করোনা মহামারীর সময় অসহায়- আর্ত মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এককথায় তিনি গরীবের বন্ধু। তেলেঙ্গানার দুব্বা টান্ডা গ্রামে অবস্থিত তার নামাঙ্কিত মন্দির। সেখানে নিত্যদিন পূজিত হন সোনু।

দুই, অমিতাভ বচ্চনঃ দ্বিতীয়তে রয়েছেন বলিউডের বিগ বি। কিংবদন্তি এই তারকার মন্দির রয়েছে কলকাতাতেই। এই মন্দিরের নাম বচ্চন ধাম। বচ্চন ভক্তরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে রয়েছে অমিতাভের এক জীবন্ত মূর্তি। এই মূর্তিতেই প্রত্যহ পূজিত হন তিনি।

তিন, রজনীকান্তঃ দক্ষিণী সিনেমার থালাইবা রজনীকান্ত। শুধু দক্ষিণেই নয় সারা ভারত জুড়েই এই অভিনেতার জনপ্রিয়তা তুঙ্গে। এখনও এই বয়সে দাপিয়ে অভিনয় করে বেড়ায় তিনি। তার ভক্তদের কাছে রজনীকান্ত ঈশ্বরের সম্মান। কর্নাটকের কোলার জেলায়, কোটিলিঙ্গেশ্বর মন্দিরে রয়েছে তার মন্দির।

চার, নাগার্জুনঃ চতুর্থ স্থানে রয়েছে আরেক দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। রজনীকান্তের ন্যায় তারও সারা দেশ জুড়ে রয়েছে ভক্তকূল। বহু বছর আগে দক্ষিণে তার নামে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়। অন্নমাচার্য নামের এই মন্দিরটি আসলে নাগার্জুনেরই মন্দির। এই মন্দিরে প্রত্যহ পূজিত হন অভিনেতা নাগার্জুন। কথিত আছে, এই মন্দিরটি তৈরি করতে ২২ বছর সময় লাগে।

পাঁচ,মমতা কুলকার্নিঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। একসময় জনপ্রিয়তা শীর্ষে ছিলেন এই অভিনেত্রী। যদিও বা পরবর্তীতে তিনি আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। জানা যায়, তার স্বামী চোরা চালানোর সঙ্গে যুক্ত ছিলেন। তবে তার অভিনয় এবং সৌন্দর্যের ভক্ত আজও রয়েছে। সেই কারণেই অন্ধ্রপ্রদেশের নেলোরে রয়েছে তার নামে একটি মন্দির।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *