বিধায়ক হয়েও দিনমজুরের কাজ করছেন চন্দনা বাউরি! নেট পাড়ায় ভাইরাল চন্দনা দেবীর জনসেবার ভিডিও
বিধায়ক হয়েও
দিনমজুরের কাজ করছেন
চন্দনা বাউরি!
জরা, জীর্ণ শাড়ি
মাথায় বিশাল ঝুড়ি
চোখে মুখে ময়লার ছাপ!
নেট পাড়ায় ভাইরাল
চন্দনা দেবীর জনসেবার ভিডিও
পরনে নীল রঙের ছেঁড়া, ফাটা ময়লা শাড়ি। মাথায় জড়ানো গামছা। তার উপর বিশাল বড় ঝুড়ি। ঝুড়িতে মাটি, বালি, ইটের গুঁড়ো। হাতে কোদাল। সেই কোদাল দিয়েই সারাই করছেন রাস্তা। এভাবেই ধরা দিলেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। বিশ্বাস না হলেও এটাই সত্যি। বিধায়ক হয়েও এমন বেশেই দেখা গেল চন্দনা বাউরিকে। একুশের বিধানসভা নির্বাচনের সময় সবথেকে দরিদ্র প্রার্থী ছিলেন চন্দনা দেবী। গরিব ও ক্ষেতমজুর পরিবারে বেড়ে উঠেছেন চন্দনা। তার সরল ও আড়ম্বরহীন জীবন যাপন মুগ্ধ করেছিল সকলকে। বিধায়ক হওয়ার আগে যেমনটা ছিলেন, বিধায়ক হওয়ার পরেও ঠিক তেমনটাই রয়েছেন চন্দনা দেবী। সাধারণত ক্ষমতায় এলে নেতা, মন্ত্রীরা বদলে যান, ধন-সম্পদে বলিয়ান হয়ে ওঠেন। এদিক থেকে ব্যতিক্রম চন্দন দেবী।
সম্প্রতি নিজের সরলতার জেরে আবারও শিরোনামে এলেন মানুষটি। এবার বিধায়ক পদ ভুলে গিয়ে দিন মজুরের বেশে রাস্তা সারাইয়ের কাজে হাত লাগালেন চন্দনা বাউরি। স্বামীকে সঙ্গে নিয়ে চন্দনা দেবী নিজেই ঝুড়ি-কোদাল হাতে নেমেছেন রাস্তায়। করছেন রাস্তা মেরামতের কাজ। তথ্য সূত্রে খবর, তার এলাকায় একটি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার অভিযোগ ও অনুরোধ জানিয়েও রাস্তাটি ঠিক করা সম্ভব হয়ে ওঠেনি। শাসক দলের অসহযোগিতার ফলেই রাস্তাটি জরা জীর্ণভাবে পড়েছিল। যার জেরে সমস্যায় পড়ত সাধারণ মানুষকে। পথচলতি মানুষেরা নানা ভাবে নাজেহাল হয়ে আসছিল। তাই বাধ্য হয়ে সমস্যা সমাধানে নিজেই এগিয়ে আসেন চন্দনা দেবী। নিজের বিধায়ক তহবিলের বরাদ্দ থেকে রাস্তা মেরামতির উদ্যোগ নেন। সঙ্গে পাশে পান স্বামীকে। দুজনে কোদাল,ঝুড়ি নিয়েই নেমে পড়েন রাস্তা সারাইয়ের কাজে। এই দৃশ্যই কার্যত ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে।
Leave a Reply