বাংলার কপালে বড়সড় ফাঁড়া! একসঙ্গে ফুঁসছে চার চারটি ভয়ংকর ঘূর্ণাবর্ত, তোলপাড় করা ওয়েদার রিপোর্ট
বাংলার কপালে বড়সড় ফাঁড়া!
একসঙ্গে ফুঁসছে
চার চারটি ভয়ংকর ঘূর্ণাবর্ত!
দফায় দফায় তাণ্ডব চালাবে বজ্রবিদ্যুৎ!
চোখ রাঙাবে মেঘফাটা বৃষ্টি!
বাড়ির বাইরে বেরোলেই সর্বনাশ!
বাতিল করুন সমস্ত পরিকল্পনা!
হুঁশিয়ারি হাওয়া অফিসের!
চরম বিপাকে বঙ্গবাসী
বন্যা থেকে ঝোড়ো হাওয়া!
জারি হলুদ সতর্কতা!
কোন কোন জেলায়
ঘাপটি মেরেছে বিপদ!
তোলপাড় করা ওয়েদার রিপোর্ট!
বিগত কিছুদিন ধরেই ঝড়বৃষ্টির দাপট শুরু হয়েছে রাজ্য জুড়ে। যার জেরে গরমের হাত থেকে কিছুটা হলেও রক্ষা মিলেছে রাজ্যবাসীর। তবে এই বৃষ্টি বাদলা শুরু হতে না হতেই অশনি সংকেত ঘুরতে আরম্ভ করেছে রাজ্যের কপালে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, খুব শীঘ্রই রাজ্যের আবাহাওয়া রুদ্র মূর্তি ধারণ করবে। কারণ চার চারটি ঘূর্ণাবর্ত একসঙ্গে ঘুরছে বাংলার বুকে।
হাওয়া অফিসের মতে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বেশ কিছু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সাথে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যেটি উত্তরবঙ্গের দিকে অভিমুখ করে রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের চারিদিকে একের বেশি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তবে চারটি ঘূর্ণাবর্ত সবচেয়ে বেশি ভয়ংকর আকার করেছে। যার ফলে যে কোনও মুহূর্তে মেঘফাটা বৃষ্টিতে ভাসতে পারে বাংলা। এই ঘূর্ণাবর্ত চারটি চোখ রাঙাবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। আলিপুর মৌসম ভবন সূত্রে খবর, এই ঘূর্ণাবর্তের জেরে, প্রবল বর্ষণে ভাসবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একের পর এক জেলা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও প্রবল থাকছে। উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
হাওয়া অফিস সূত্রে বিশেষ সতর্কতা, এই সময় কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে সেগুলো যেন বাতিল করা হয়। মৎস্যজীবীদেরও এই কটা দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে।
Leave a Reply