তৃতীয় লিঙ্গের মানুষ কীভাবে জন্মায় জানেন? এর জন্য দায়ী কে বাবা নাকি মা? কার ভুলে সন্তানের লিঙ্গ বিভ্রান্তি ঘটে? বৈজ্ঞানিক ব্যাখায় বেরিয়ে এলো কালো সত্য

তৃতীয় লিঙ্গের মানুষ কীভাবে জন্মায় জানেন? এর জন্য দায়ী কে বাবা নাকি মা? কার ভুলে সন্তানের লিঙ্গ বিভ্রান্তি ঘটে? বৈজ্ঞানিক ব্যাখায় বেরিয়ে এলো কালো সত্য

তৃতীয় লিঙ্গের মানুষ
কীভাবে জন্মায় জানেন?

কি কি কারণে মানুষ
তৃতীয় লিঙ্গের হয়?

এর জন্য দায়ী কে
বাবা নাকি মা?

কার ভুলে সন্তানের
লিঙ্গ বিভ্রান্তি ঘটে?

এটা কি নিছকই সাধারণ ঘটনা?
নাকি সৃষ্টিকর্তা অভিশাপ!

বৈজ্ঞানিক ব্যাখায় বেরিয়ে এলো
কালো সত্য

অনাগত সন্তান ছেলে হবে নাকি মেয়ে এই জল্পনা কল্পনায় মগ্ন থাকেন প্রতিটি দম্পতি। কিন্তু সন্তান ছেলে কিংবা মেয়ে না হয়ে তৃতীয় লিঙ্গের হলে সেই দম্পতির দুঃখ, দুর্দশার শেষ থাকে না। প্রতিটি নারীর কাছেই সন্তান জন্মদান খুবই গর্বের একটি বিষয়। কিন্তু গর্বের সন্তান তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে জন্মালেই ব্যাপারটা পুরোপুরি উল্টো। কিন্তু তৃতীয় লিঙ্গের সন্তান কেন হয়? এর জন্য দায়ী কে মা নাকি বাবা? কার ভুলে সন্তান তৃতীয় লিঙ্গ ধারণ করে? এই সব প্রশ্ন যদি আপনার মনেও ঘুরতে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

প্রথমেই জেনে নিন তৃতীয় লিঙ্গের আসলে মানুষ কাদের বলা হয়?

সাধারণ মানব জাতির মধ্যে দুটি শ্রেণী পড়ে স্ত্রী জাতি এবং পুরুষ জাতি। স্ত্রী জাতি বলা হয় যাদের স্ত্রী লিঙ্গ রয়েছে। এই স্ত্রী লিঙ্গের মধ্যে ৩টি বৈশিষ্ট্য রয়েছে, ক্লিটোরিস, লেবিয়া মেজোরা এবং ভ্যাজাইনা। অন্যদিকে পুরুষ জাতি বলা হয় তাদের, যাদের পুরুষাঙ্গ রয়েছে। পুরুষাঙ্গেরও ৩টি বৈশিষ্ট্য র‍য়েছে পেনিস, স্ক্রোটাম ও পিনাইল ইউরেথ্রা। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষের ক্ষেত্রে স্ত্রী কিংবা পুরুষ জাতির মতন কোনও লক্ষণই থাকে না। এদের মধ্যে নারীদের মতন স্তন থাকলেও, নারীদের মতন নিম্মাঙ্গ থাকে না। পুরুষের পেশীবহুল বাহু, দাড়ি থাকলেও পুরুষের মতনও কোনও নিম্মাঙ্গ থাকে না। সহজ কথায় বলা যায়, ৩য় লিঙ্গের মানুষের লিঙ্গ নির্ধারণের মতন কিছুই থাকে না। এমনকি এদের শরীরে কোনও লিঙ্গই থাকে। এদের মধ্যে লিঙ্গ প্রতিবন্ধকতা থাকে। লিঙ্গের বদলে অনেক সময় এদের শরীরে একটি ছিদ্রযুক্ত পথ থাকে। লিঙ্গ প্রতিবন্ধকতার কারণে এদের মধ্যে শারীরিক মিলন ও বংশ বিস্তারের কোনও সুযোগই থাকে না।

এখন প্রশ্ন হল কীভাবে জন্ম নেয় একজন তৃতীয় লিঙ্গের মানুষ?

প্রতিটা মানুষের দেহে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়াকে বলা হয় অটোজম এবং বাকি ১ জোড়াকে বলা হয় লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সাহায্যে মানুষের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। কে ছেলে হবে, কে মেয়ে হবে নির্ভর করে এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের উপর। একজন পুরুষের দেহে ৪৪টি অটোজমের পাশাপাশি *এক্স, ওয়াই* নামক দুটি লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম থাকে। অন্যদিকে নারীদের দেহে ৪৪টি অটোজমের পাশাপাশি *এক্স* নামক লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম থাকে। পুরুষের দেহে শুক্রাণু তৈরির সময় অটোজম ও লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম ভাগ হয়ে এক্স ও এক্স, ওয়াই ক্রোমোজোম সম্পন্ন দুই ধরনের পুং গ্যামেট তৈরি হয়। অপরদিকে নারীদেহে শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকায়, *এক্স* ক্রোমোজোম সমৃদ্ধ একই ধরনের স্ত্রী গ্যামেট অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়। এক্স, ওয়াই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বহনকারী শুক্রাণু এবং ডিম্বানুর মিলনের ফলে সন্তান ছেলে হয়। অন্যদিকে *এক্স, এক্স* ক্রোমোজোম বহনকারী শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে সন্তান মেয়ে হয়। অর্থাৎ সন্তান ছেলে ও মেয়ে হওয়ার পিছনে দায়ী থাকেন বাবা। কিন্তু সন্তান তৃতীয় লিঙ্গের হওয়ার পিছনে কারোরই দায় থাকে না। এই বিষয়ে বিজ্ঞানের ব্যাখা, রূপান্তরকামী সন্তান লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের এভনরমালিটিস বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের বিন্যাস ক্রুটির ফলেই হয়ে থাকে। গবেষণায় দেখা গিয়েছে, লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের এক্স, এক্স বা এক্স, ওয়াই প্যাটার্ন ছাড়া অন্য যে কোনও প্যাটার্ন সৃষ্টি হলেই সন্তান রূপান্তরকামী হয়। স্বাভাবিক এক্স, এক্স প্যাটার্নের ক্রোমোজম বিশিষ্ট জাইগোটের ভ্রুনিয় বিকাশকালে সুগঠিত ডিম্বকোষ সৃষ্টি হয়। আর এক্স, ওয়াই প্যাটার্নের জাইগোট বিকাশকালে অণ্ডকোষ সৃষ্টি হয়। কিন্তু এক্স, এক্স, ওয়াই কিংবা এক্স, ওয়াই, ওয়াই প্যাটার্নের জাইগোটের ভ্রুনিয় বিকাশকালে সঠিকভাবে সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় না বা বলা যেতে পারে বিকাশ ঘটে না। এর ফলেই যে সন্তান যে জন্ম হয় তার মাঝে থাকে না পুরুষ কিংবা নারীর কোনও বৈশিষ্ট্য। ভিন্ন শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষটির পরিচয় তখন কেবলই রুপান্তরকামী। তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরতে আপনার সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন। এই ছিল আজকের নিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পেজে নতুন হলে ফলো করবেন। যাতে এই ধরনের তথ্যবহুল ভিডিও আপনি মিস না করেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *