৩০ বছর পর জন্মাষ্টমীতে সবচেয়ে বিরল সংযোগ! সরকারি চাকরি থেকে অঢেল ধন দৌলত বিরল যোগে মালামাল ৪ রাশি
৩০ বছর পর জন্মাষ্টমীতে
সবচেয়ে বিরল সংযোগ!
সরকারি চাকরি থেকে অঢেল ধন দৌলত
বিশেষ যোগে মালামাল ৪ রাশি!
সরাসরি গোপালের আশীর্বাদ জুটবে
৪ রাশির ভাগ্যে!
মাটি ছুঁয়ে সোনা ফলাবে!
হাতে পাবে বিপুল টাকা!
তালিকায় রয়েছেন কারা?
হিন্দু শাস্ত্রে জন্মাষ্টমী তিথিটি খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে এই দিনটি শ্রী কৃষ্ণ অর্থাৎ গোপাল ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য উপযুক্ত দিন। তবে চলতি বছরের জন্মাষ্টমী তিথিটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। অন্যান্য বছরের তুলনায় এই বছরের জন্মাষ্টমী তিথিটি অনেক বেশি জাগ্রত। কারণ, ৩০ বছর পর চলতি বছরের জন্মাষ্টমীতে রয়েছে এক বিরল সংযোগ। এটি বিরল সংযোগ হওয়ার কারণ, চলতি বছরের জন্মাষ্টমীতে, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, বৃষ রাশিতে পড়েছে। এই বিশেষ সংযোগেই ভগবান শ্রী কৃষ্ণ ধরাধামে এসেছিলেন। জন্মাষ্টমীতে এই বিশেষ সংযোগটি এসেছিল ৩০ বছর আগে। চলতি বছর পুনরায় ফিরে এলো সেই বিশেষ সংযোগ। এই বিরল সংযোগের প্রভাব পড়বে ৪টি রাশিচক্রের উপর। ৪টি রাশির জাতক জাতিকাদের জীবনে দুর্দান্ত মোড় আসতে চলেছে। এক নজরে দেখুন কারা রয়েছেন তালিকায়-
মকর রাশি- শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের মোড় ঘুরতে চলেছে। বিশেষভাবে উপকার পেতে পারে এই রাশির জাতকেরা। কারণ শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতেই শনিদেব মকর রাশির ধনগৃহে প্রবেশ করছেন। ফলে মকর রাশির যাবতীয় অভাব, দুর্দশা দূর হতে পারে। যাদের দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যা ছিল, তাদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোস্ককামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন তাদের পদোন্নতি ও ইনক্রিমেন্ট হতে পারে।
সিংহ রাশি- জন্মাষ্টমীর বিশেষযোগে সিংহ রাশির জাতক জাতিকারা সমস্ত ক্ষেত্রেই শুভ ফল পেতে পারেন। ক্যারিয়ার উজ্জ্বল হতে পারে। আয় উন্নতি আরও বেড়ে যাওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জিবনে সুখের ঢেউ আসবে। মনের ইচ্ছে পূর্ণ হবে।
বৃষ রাশি- চলতি বছরের জন্মাষ্টমী বৃষ রাশিকে একেবারে সোনায় সোহাগা করে রাখবে। এই বছরের জন্মাষ্টমী তিথি থেকেই সুসময় শুরু হতে চলেছে বৃষ রাশির। আয়, উন্নতি, উপার্জন বাড়বে। অর্থ উপার্জনের নানান সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্যে অফুরন্ত লাভ হবে।
কর্কট- চলতি বছরের জন্মাষ্টমীতেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছেন কর্কট রাশির জাতকেরা। অর্থনৈতিক ভাবে সাবলীল হওয়ার যোগ রয়েছে কর্কট রাশির। ব্যবসায় লাভের যোগ রয়েছে।আত্মীয় স্বজনদের কাছে গুরুত্ব বাড়বে। প্রেমপ্রণয় বাস্তবায়িত হবে।
Leave a Reply