পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। তাঁর সাফল্যের কাহিনী অনুপ্রেরণা গোটা বিশ্ববাসীর কাছে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো রাজপ্রাসাদ চাইলেই কিনে ফেলতে পারেন তিনি। সাধারণত পৃথিবীর সব ধনুকুবেররাই বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন। কিন্তু ইলন বাকিদের একেবারে আলাদা। তাই বিলাসবহুল জীবন-যাপন নয় বরং তাঁর পছন্দ একেবারে সাধারণ-সাদামাটা জীবন। তাই জানলে অবাক হবেন নিজে ১৯ লক্ষ কোটি টাকা সম্পত্তির মালিক হলেও কোন রাজপ্রাসাদে নয়, ইলন মাস্ক থাকেন মাত্র দু-কামরার একটি সাদামাটা ফ্ল্যাটে।
তবে দেখতে সাধারণ ছিমছাম হলেও টেলসা কর্তা ইলন মাস্কের এই দুই কামরার ফ্ল্যাটে রয়েছে সমস্ত ধরনের আধুনিক সুযোগ সুবিধা। প্রসঙ্গত সব ঠিক থাকলে শীঘ্রই প্রকাশিত হতে চলেছে মাস্কের জীবনী। যা লিখছেন ওয়াল্টার ইসাকসন। সম্প্রতি তাঁর দৌলাতেই প্রকাশ্যে এসেছে মাস্কের বাসভবনের একটি ছবি। ইসাকসন জানিয়েছেন টেক্সাসের বোকো চিকায় দু’কামরার একটি ছোট ফ্ল্যাটে থাকেন মাস্ক । বছর তিনেক আগে অর্থাৎ ২০২০ সালে মাস্ক ঘোষণা করেছিলেন কোনো রকম প্রাচুর্য ছাড়া সাদামাটা জীবন যাপন করতে চান তিনি।
এর পরেই তিনি বিক্রি করে দিয়েছেন নিজের একাধিক সম্পত্তি। ওই বছরেই মাস্ক ৫ টি বড়সড়ো বাড়ি বিক্রি করেছিলেন। একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল মাস্কের পাঁচটি বাড়ির। ২০২১ সালে নিজের শেষ বাড়িটি প্রায় ২৪৭ কোটি টাকায় বিক্রি করে দিয়েছিলেন তিনি। শেষে ৫০ হাজার ডলার দিয়ে টেক্সাসের ওই সাদামাটা ফ্ল্যাটটি কেনেন মাস্ক।
হ্যালো পত্রিকার রিপোর্ট অনুযায়ী খবর, মাস্কের এই ফ্ল্যাটের আয়তন মাত্র ৩৭৫ বর্গফুট। ভারতীয় মুদ্রায় মাস্কের এই ফ্ল্যাটের মূল্য প্রায় ৪১ লক্ষ টাকা।এই ফ্ল্যাটটি নির্মাণের দায়িত্বে ছিল লাস ভেগাসের একটি নির্মাণ সংস্থা। ওই সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, মাস্ক যে ফ্ল্যাটে থাকেন,তাতে রয়েছে একটি বেডরুম এবং একটি বসার ঘর। দেখতে ছোট হলেও মাস্কের এই ফ্ল্যাটে রয়েছে একটি রান্নাঘর, ছোট্ট স্নানের জায়গা,আর আগুন পোহানোর জায়গা, এছাড়া জামাকাপড় রাখার জন্য রয়েছে ওয়াক-ইন ক্লোজ়েট। সাথে রয়েছে ছোট্ট একটি শৌচালয়। এই ফ্ল্যাটটির অন্যতম বিশেষত্ব হল এটি আগুন এবং ভূমিকম্প নিরোধক।
ইসাকসন মাস্কের বাড়ির যে ছবি দিয়েছেন, তাতে দেখা গিয়েছে তাঁর ঘরদোর বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। আসবাবপত্রের সংখ্যাও খুব কম। মাস্কের রান্নাঘরও মোড়া সাদা আসবাবে। সেখানে থাকার মধ্যে রয়েছে ফ্রিজ়, ওভেন আর গুটিকয় যন্ত্র। বসার ঘরের দেওয়ালে রয়েছে একটি ছবি। একটি বিখ্যাত বিজ্ঞান পত্রিকার প্রচ্ছদ ফ্রেমে বাঁধানো রয়েছে। সেখানে উঠে এসেছে মহাকাশ গবেষণার বিষয়। এছাড়া টেবিলের উপর সাজানো রয়েছে একটি রকেটের প্রতিকৃতি, আর একটি জাপানি তরোয়াল।
Leave a Reply