জানেন কলকাতায় ঘন ঘন লোডশেডিং কেন হচ্ছে? বেরিয়ে এলো কালো সত্য

জানেন কলকাতায় ঘন ঘন লোডশেডিং কেন হচ্ছে? বেরিয়ে এলো কালো সত্য

জানেন কলকাতায় ঘন ঘন
লোডশেডিং কেন হচ্ছে?

দিন নেই, রাত নেই
বলা নেই, কওয়া নেই
যখন তখন কারেন্ট চলে যাচ্ছে!

কর্পোরেট অফিস থেকে
বিলাসবহুল ফ্ল্যাটেও থাকছে না বিদ্যুৎ!

কতদিন চলবে এভাবে?
ঠিক কি ঘটেছে?
বেরিয়ে এলো কালো সত্য

বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে ঘন ঘন লোডশেডিং। ঘেমে নেয়ে বাড়ি ফিরে বিদ্যুৎ এর দেখা নেই! কখনও কয়েক ঘণ্টার জন্য তো কখন আবার সারা রাত জুড়ে বিদ্যুৎহীন ভাবে কাটাচ্ছেন সাধারণ মানুষ। এইভাবে ঘন ঘন লোডশেডিং এর কারণে অসন্তুষ্ট আমজনতা। কখনও রাস্তায় নামছেন প্রতিবাদ করতে তো কখনও আবার ঘেরাও করছেন বিদ্যুৎ অফিস। কলকাতাতেও একই চিত্র। টানা অনেকদিন ধরেই কলকাতাতেও অসময়ে কারেন্ট চলে যাচ্ছে। এই নিয়ে বেজায় বিপাকে কলকাতার বাসিন্দারাও। কিন্তু হঠাৎ কেন এই বিদ্যুৎ বিভ্রান্তি! কেন এই লোডশেডিং? এর নেপথ্যে উঠে এলো বেশকিছু কারণ-

১, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতিঃ ঘন ঘন লোড শেডিং এর অন্যতম কারণ বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি। বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে মোট ৪২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল সাগরদিঘী, বক্রেশ্বর, কোলাঘাট। বেশ কিছুদিন ধরেই এই ৩টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তাই কয়েকটি ইউনিট বন্ধ রয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থেকে যাচ্ছে। আর এই ঘাটতি মেটাতেই বার বার লোড শেডিং করানো হচ্ছে।

২, কয়লার ঘাটতিঃ বিদ্যুৎ উৎপন্ন হয় কয়লা থেকে। বিগত কিছুদিন ধরেই, অসময়ে বৃষ্টির কারণে কয়লার ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে।

৩, বিদ্যুতের অপচয়ঃ লোডশেডিং এর নেপথ্যে আমরা নিজেরাও অনেকটা দায়ী। যেমন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিদ্যুতের অপচয়, ঘন ঘন লোডশেডিং এর অন্যতম কারণ। যে কোনও রাজ্যের জন্য নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ থাকে। কিন্তু সাধারণ মানুষ যদি সেটা ভুলে গিয়ে ইচ্ছেমত বিদ্যুৎ অপচয় করে তাহলে সেটা আখেরে আমাদেরই ক্ষতি।

তাই আজকের দিনে দাঁড়িয়েও লোডশেডিং এর মতন সমস্যাকে মোকাবিলা করতে আমাদের সকলকে সংঘবদ্ধ ও সচেতন হতে হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *