স্ত্রীকে বশে আনতে চান? উটের ৫টি গুণ মেনে চলুন, চাণক্যর ডায়েরিতে মিলেছে উটের গোপন ৫টি গুণ

স্ত্রীকে বশে আনতে চান? উটের ৫টি গুণ মেনে চলুন, চাণক্যর ডায়েরিতে মিলেছে উটের গোপন ৫টি গুণ

স্ত্রীকে বশে আনতে চান?
তাহলে উটের ৫টি গুণ মেনে চলুন!

এরপর রেজাল্ট দেখুন
বিশ্বাসই হবে না!

বৌ হবে চরম সুখী!
সংসারে আছড়ে পড়বে আয় উন্নতি!
আপনি হবেন আদর্শ স্বামী!

চাণক্যর ডায়েরিতে মিলেছে
উটের গোপন ৫টি গুণ!
না জানলেই নয়

*স্ত্রীকে সন্তুষ্ট করতে কোন পুরুষ চাই না বলুন তো! নিজের স্ত্রীকে সুখ ও স্বাচ্ছন্দ্য দেওয়াটাই সকল পুরুষের লক্ষ্য। কিন্তু অনেক পুরুষ মানুষ আছেন যারা হাজার চেষ্টা করেও বৌকে সুখী করতে পারেন না। বৌকে কোনও ভাবেই বশে অর্থাৎ আয়ত্তে আনতে পারেন না। বৌয়ের মনের মত হত পারেন না। শুধুমাত্র কিছু ভুলের কারণেই পিছিয়ে যান পুরুষেরা।* *আর এই বিষয়েই আচার্য চানক্য জানিয়েছেন উটের ৫টি গুনের কথা। যেগুলো অনুসরণ করলেই প্রতিটি পুরুষ হয়ে উঠবে স্ত্রীর মনের রাজা। এই ৫টি গুণ মানলেই স্ত্রীর প্রিয়পাত্র হওয়া সময়ের অপেক্ষা কেবল। কি সেই ৫টি গুণ দেখে নিন এক নজরে*-

এক, অল্পেতে সন্তুষ্টিঃ

উচ্চাকাঙ্খা ভালো কিন্তু সেটি একটা সীমানার বাইরে চলে গেলে তা জীবনে নিয়ে আসে অশান্তি। তাই চাণক্যের মতে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করা উচিত এবং যা ফল পাওয়া যায় তাতেই সন্তুষ্ট ও খুশি হওয়া উচিত। উট যেমন তৃপ্তি পায় খাবারে তেমনি পুরুষদেরও জীবনে তৃপ্তি পাওয়া উচিত।

দুই, সর্বদা সজাগ থাকাঃ

একজন সজাগ ব্যাক্তি সর্বদা সব বাঁধা অতিক্রম করতে পারে। চাণক্য এর মতে, গভীর ঘুমে থাকার পরেও উট যেমন সজাগ থাকে তেমনি একজন পুরুষকে তার পরিবার স্ত্রী এবং কর্তব্যের প্রতি সর্বদা সজাগ থাকতে হয়।” তার মতে এমন ব্যাক্তিদের সাথে তাদের স্ত্রী সর্বদা খুশিতে থাকেন।

তিন, আনুগত্যঃ

চানক্যর মতে, একজন স্বামীর সর্বদা তার স্ত্রীর প্রতি অনুগত থাকা উচিত। যেমন উটের আনুগত্য বা বিশ্বাসযোগ্যতা নিয়ে কোন প্রশ্ন ওঠেনা। ঠিক তেমনি একজন স্ত্রীর মনেও তার স্বামীর বিশ্বাসযোগ্যতা নিয়ে কোন সন্দেহ থাকা উচিত নয়।

চার, সাহসিকতাঃ

একজন পুরুষকে উটের ন্যায় নির্ভীক ও সাহসী হতে হবে। একটি উট যেমন তার মালিকের জীবন রক্ষার জন্য। নিজের জীবনও হারাতে পারে। ঠিক তেমনি একজন পুরুষেরও নিজের পরিবারের স্বার্থে সাহসিকতা দেখাতে হবে।

পাঁচ, সন্তুষ্টিকরণঃ

একজন পুরুষকে তার স্ত্রীর প্রতি সর্বদা যত্নবান হতে হবে। তবেই সে একজন নারীকে সন্তুষ্ট রাখতে পারে এবং তার ফলেই সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *