মাত্র ৭ মিনিটে ক্যানসারের চিকিৎসা, বিশেষ ফর্মুলা আবিষ্কার করল ১টি দেশ

এবার মাত্র ৭ মিনিটে মিলবে ক্যান্সারের চিকিৎসা! করতে হবে না রেডিওথেরাপি বা কেমোথেরাপির মত যন্ত্রণাদায়ক চিকিৎসা

এবার মাত্র ৭ মিনিটে মিলবে
ক্যান্সারের চিকিৎসা!
বিশ্বে প্রথম এমন সফলতা!

আসম্ভবকে সম্ভব করে দিল বিজ্ঞানীরা
আবিষ্কার হল ক্যান্সারের
এক নতুন চিকিৎসা পদ্ধতি !

করতে হবে না রেডিওথেরাপি
বা কেমোথেরাপির মত
যন্ত্রণাদায়ক চিকিৎসা!

খুব সহজেই সেরে উঠবে
ক্যান্সারের মত ভয়ানক রোগ!

কোথায় তৈরি হল চিকিৎসা পদ্ধতি?
কবে শুরু হবে এই পরিষেবা?

ক্যান্সারের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করছেন, এবার তাদের জন্য সুখবর। ক্যান্সার নিয়ে ভয় পাওয়ার দিন শেষ হতে চলল। ক্যান্সার রোগীদের প্রাণে বাঁচাতে দুর্ধর্ষ ও কার্যকরী ঔষধ আবিষ্কার করে সাড়া ফেলেছে ব্রিটেন। ক্যান্সার এমন একটি রোগ যাকে পুরোপুরিভাবে সারিয়ে তোলা অসম্ভব। বিশ্বের কোথাও এখনও পর্যন্ত ক্যান্সার থেকে চিরমুক্তির ফর্মুলা আবিস্কার হয়নি। ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত জটিল। ক্যান্সারের চিকিৎসা রোগীকে আরও বেশি দুর্বল করে দেয়। কিন্তু ব্রিটেনের একটি ঔষধ সংস্থা এবার এমন উদ্যোগ নিল যা সত্যিই অভাবনীয়। সংস্থাটির নাম ন্যাশনাল হেলথ সার্ভিস। সংস্থাটির তরফে এমন একটি ইনজেকশন সামনে আনা পরিকল্পনা চলছে, যা সাড়া ফেলতে চলেছে ক্যান্সার চিকিৎসায়। ইনজেকশনটির নাম অ্যান্টি-ক্যান্সার ইনজেকশন। এটি মূলত একটি ইমিউনোথেরাপি ড্রাগ। এর সাহায্যে, রোগীর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলা হবে। একই সাথে ক্যান্সার কোষগুলিকে দ্রুত খুঁজে বের করে, ধ্বংস করা হবে। ফুসফুস, স্তন এবং লিভার ক্যান্সারের রোগীদের জন্য এই ইনজেকশনটি ব্যবহারের কথা ভাবছেন চিকিৎসকেরা।

কিভাবে কাজ করবে এই ইনজেকশন?

এই ইনজেকশনটির মূল কাজ হবে, ক্যান্সার রোগীর চিকিৎসা পদ্ধতিকে আরও বেশি সহজ করে তোলা। এমনিতেই ক্যান্সার চিকিৎসায়, রোগীকে বিভিন্ন রকম থেরাপি দেওয়া হয়ে থাকে। কেমোথেরাপি, রেডিও থেরাপি। এই থেরাপিগুলোতে রোগীদের শারীরিক ধকল অনেক বেশি হয়। এই ধরনের চিকিৎসা পদ্ধতি অনেক বেশি সময়সাপেক্ষ। ফলে রোগী অনেক সময় লাগাতার চিকিৎসার পর মনোবল হারিয়ে ফেলে। এই ক্ষেত্রে সহযোগিতা করবে এই ইনজেকশন। *যেখানে কেমোথেরাপি, রেডিওথেরাপিতে অনেক সময় লাগে, সেখানে এই ইনজেকশনটি পরিষেবা দেবে মাত্র ৭ মিনিটে।* ইতিমধ্যেই ইনজেকশনটি ব্রিটিশ মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদন লাভ করেছে। তবে এই ইনজেকশনটি সবার প্রথমে ব্যবহার করা হবে, ইমিউনোথেরাপি, এটিজোলিজুমাব পদ্ধতিতে যেসব রোগীরা চিকিৎসা করাচ্ছেন তাদের উপর। চামড়ার নীচে এই ইনজেকশন দেওয়া হবে। ইনজেকশটি ক্যান্সারের চিকিৎসা প্রণালীকে অনেক বেশি সহজ করে তুলবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *