ভারতীয় রেল আমাদের দেশের অন্যতম বৃহত্তম একটি গণপরিবহন ব্যবস্থা। যার মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দেশে এপ্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছেন। স্বাধীনতার পর থেকে পরাধীন ভারতে ইংরেজদের হাত ধরে রেল সফল শুরু হলেও স্বাধীনতার পর প্রতিনিয়ত ভারতীয় রেল এই গণ পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার করে চলেছে। যখনই কেউ কোনো শোরুমে গাড়ি কিংবা বাইক কিনতে যান তখনই তাঁর মনে একটাই প্রশ্ন থাকে। তা হল এক লিটার পেট্রল বা ডিজেলে ওই গাড়ি বা বাইক সর্বোচ্চ কত কিমি যেতে পারে ? যে কোনো যানবাহনের ক্ষেত্রে এর উত্তর সহজে দেওয়া গেলেও ট্রেনের মাইলেজ কত সেটা জানা কিন্তু বেশ জটিল।
ভারতীয় রেল মূলত ডিজেল এবং বিদ্যুৎ শক্তির ওপরেই নির্ভরশীল।এই ডিজেল চালিত ট্রেন গুলির মাইলেজ নির্ভর করে ট্রেনের গতি, ট্রেনে বহন ক্ষমতা, এবং যে লাইনের ওপর দিয়ে ট্রেন চলাচল করছে সেই লাইনের অবস্থার ওপর। রেল সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী সাধারণত একটি ডিজেল চালিত ট্রেন এক লিটার ডিজেলে চার থেকে ছয় কিলোমিটার যেতে পারে।
একাধিক স্টেশনে থামে। একটি লোকাল ট্রেন ১ লিটার ডিজেলে ৫-৬ কিলোমিটার যেতে পারে। ভারতীয় রেল তার জ্বালানি দক্ষতা উন্নত করার জন্য কাজ করছে। এই উদ্দেশ্যে, রেলওয়ে নতুন প্রযুক্তি এবং উন্নত ইঞ্জিন ব্যবহার করছে। ফলে, রেলের জ্বালানি খরচ হ্রাস পাচ্ছে এবং পরিবেশ দূষণ কমছে।
লোকাল ট্রেনের মাইলেজ (Train Mileage) আরও কম হয়। কারণ, এই ট্রেনগুলি ধীর গতিতে চলে এবং একাধিক স্টেশনে থামে। একটি লোকাল ট্রেন ১ লিটার ডিজেলে ৫-৬ কিলোমিটার যেতে পারে। ভারতীয় রেল তার জ্বালানি দক্ষতা উন্নত করার জন্য কাজ করছে। এই উদ্দেশ্যে, রেলওয়ে নতুন প্রযুক্তি এবং উন্নত ইঞ্জিন ব্যবহার করছে। ফলে, রেলের জ্বালানি খরচ হ্রাস পাচ্ছে এবং পরিবেশ দূষণ কমছে।
তবে লোকাল ট্রেনের ক্ষেত্রে বিষয়টা আলাদা। কারণ লোকাল ট্রেন খুবই ধীর গতিতে চলে। এছাড়া একাধিক স্টেশনে স্টপেজও দেয় এই ট্রেনগুলি। তাই লোকাল ট্রেনের মাইলেজও কম হয়। জানা যায় একটি লোকাল ট্রেন ১ লিটার ডিজেল ৫ থেকে ৬ কিলোমিটার যেতে পারে। তবে ভারতীয় রেল প্রতিনিয়ত তার বিভিন্ন পরিষেবা উন্নত করে চলেছে। তাই জ্বালানি খরচ কমানোর পাশাপাশি পরিবেশ দূষণের মাত্রা কমাতে জ্বালানি দক্ষতা উন্নত করার জন্য নতুন প্রযুক্তির উন্নত ইঞ্জিন ব্যবহার করছে ভারতীয় রেল।
এছাড়া ভারতীয় রেল ট্রেন গুলিকে আরও বেশি জ্বালানি দক্ষ করে তুলতে নতুন প্রযুক্তির সাহায্যে ট্রেনের ওজন কমানোর পাশাপাশি, ট্রেনের ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি এবং ট্রেনে ব্রেকিং উন্নত করার মত বেশ কতগুলি বিষয়ের ওপরে জোর দেওয়া হচ্ছে। ব্যবহার করা হচ্ছে নতুন রেল ইঞ্জিন। এই ইঞ্জিনগুলিতে জ্বালানি দক্ষতা বৃদ্ধিকারী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে ট্রেনের মাইলেজ আরো বেশি হয়।
জ্বালানি দক্ষতা উন্নত করতে ভারতীয় রেল ইতিমধ্যেই ট্রেন পরিচালনায় বেশ কিছু পরিবর্তন এনেছে। তাই টেনগুলিকে কমগতিতে চালানো, ট্রেনগুলিতে কম ব্রেক কষা কিংবা ট্রেনগুলি কম স্টেশনে থামানোর মত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। তাই আশা করা হচ্ছে এই পদক্ষেপ গ্রহণের ফলে ভারতীয় রেলের জ্বালানি দক্ষতা অনেক বেশি উন্নত হবে। জানা যাচ্ছে ২০১৮-১৯ সালে ভারতীয় রেল ১লিটার ডিজেলে ৫.৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। আর ২০২২-২৩ সালে এই দূরত্ব বেড়ে দাঁড়ায় ৬.০ কিলোমিটার। তবে নতুন প্রযুক্তি আর উন্নত ট্রেন পরিচালনা পদ্ধতি ব্যবহার করার ফলে জ্বালানির দাম অনুসারে এক কিলোমিটার যেতে লোকাল ট্রেনের খরচ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে।
Leave a Reply