ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন বিরাট দাপট দক্ষিণ ভারতীয় সিনেমার। সাউথের জনপ্রিয় সুপারস্টার-রাই এখন কাঁপাচ্ছেন বক্স অফিস। একের পর এক সুপারহিট সিনেমা চুটিয়ে ব্যবসা করছে সাউথের। আর এই সিনেমাগুলির হাত ধরেই সিনেমাপ্রেমীদের কাছে দারুন জনপ্রিয়তা পাচ্ছেন দক্ষিণ ভারতীয় সুন্দরী অভিনেত্রীরা। তবে এই সুন্দরী অভিনেত্রীদের জনপ্রিয়তা এখন শুধু ভারতেই নয়, ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশেও। কিন্তু আপনি কি জানেন সাউথের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রীই রয়েছেন যাঁরা সময়ের সাথে পরিবর্তন করে ফেলেছেন নিজেদের আসল ধর্ম। সেই সাথে বদলে ফেলেছেন নাম পরিচয়ও! আসুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সেই সমস্ত সুন্দরী অভিনেত্রীদের তালিকা।
নয়নতারা: দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির টপ লিস্টে থাকা একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন নয়নতারা। অনেকেই হয়তো জানেন না জন্মসূত্রে নয়নতারা একজন খ্রিস্টান। তাঁর আসল নাম ডায়ানা মারিয়াম কুরিয়েন। যদিও ২০১১ সালেই হিন্দু ধর্ম গ্রহণ করে তিনি ধর্মান্তরিত হয়েছেন তিনি। তারপরেই তাঁর নতুন নাম হয় নয়নতারা। বর্তমানে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই নামেই পরিচিত তিনি। সুন্দরী এই অভিনেত্রী ইতিমোধ্যেই পা রেখেছেন বলিউডে। শাহরুখ খান অভিনীত আসন্ন সিনেমা ‘জওয়ান’ -এর নায়িকা হয়েছেন তিনি।
নাগমা: দক্ষিণী সিনেমার পাশাপাশি একসময় বলিউডেও বিরাট দাপট ছিল এই জনপ্রিয় অভিনেত্রীর। তবে অনেকেই হয়তো জানেন না নাগমার আসল নাম নন্দিতা অরবিন্দ মোরারজি। জন্মসূত্রে হিন্দু হলেও পরবর্তীতে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন।
জয়থিকা :সাউথের প্রথমসারির নায়িকা জয়থিকা। এছাড়াও রয়েছে তাঁর আরও একটি পরিচয়। দক্ষিণী সুপারস্টার সুরিয়ার স্ত্রী তিনি। তবে জয়থিকা হয়ে ওঠার আগে তাঁর আসল নাম ছিল সাদনা। জানা যায় অভিনেত্রীর বাবা এবং মা দুজনেই ছিলেন আলাদা ধর্মেরর মানুষ। তাই ছোটবেলা থেকেই তিনি দুই ধর্মই পালন করতেন। যদিও পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী।
খুশবু : দক্ষিণী অভিনেত্রীদের এই এই তালিকায় রয়েছেন খুশবুও। এই অভিনেত্রীর আসল নাম নাখাত খান। আদতে মুসলিম পরিবারের সন্তান হলেও পরে তিনি প্রযোজক সুন্দর সিকে বিয়ে করেন। আর বিয়ের পরেই ধর্মান্তরিত হয়ে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন।
মনিকা: সাউথের এই সুন্দরীর বাবা ছিলেন হিন্দু এবং মা ক্যাথলিক খ্রিস্টান। যদিও পরবর্তীতে বাবা এবং মা দুজনের ধর্ম ত্যাগ করেই মনিকা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর ধর্ম পরিবর্তনের সাথেই নিজের নাম পরিবর্তন করে এম জি রহিমা রাখেন তিনি।
Leave a Reply