রেল টিকিট

আমাদের দেশের অত্যন্ত বৃহত্তম গণ-পরিবহন ব্যবস্থা হলো রেল। তাই ভারতীয় রেল কে নিয়ে তাই গর্ব করেন গোটা দেশবাসী। দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে চেপে সফর করছেন দূর দূরান্তে। তা সে চাকুরীজীবি নিত্যযাত্রীরাই হোক কিম্বা দূর দূরান্তে চিকিৎসার জন্য যাওয়া অসুস্থ মানুষরাই হোক অথবা ভ্রমণ পিপাসু পর্যটক কিংবা তীর্থযাত্রী সকলেরই একমাত্র ভরসা ট্রেন। ট্রেনে সফর যেমন আরামদায়ক তেমনি সাশ্রয়ীও বটে! তাই কম খরচে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য যাত্রীদের একমাত্র ভরসা এই ট্রেন। পরাধীন ভারতে ইংরেজদের হাত ধরেই প্রথম যাত্রা শুরু হয়েছিল ভারতীয় রেলের। স্বাধীনতা লাভের পর থেকেই যাত্রী সাধারণের সুবিধার্থে প্রতিনিয়ত রেল পরিষেবা উন্নত করে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এমনকি এখনও  দেশের নানা প্রান্তে চলছে রেল নেটওয়ার্ক বিস্তারের কাজ  .তবে ভারতীয় রেলে খুঁটিনাটি এমন অনেক বিষয় রয়েছে যা সম্পর্কে হয়তো জানেন না অনেকেই।

ট্রেনে সফর করতে গেলে প্রথমেই প্রয়োজন পড়ে টিকিট কাটার। দূরে হোক কিংবা কাছে যে কোন স্টেশনে পৌঁছাতে গেলে টিকিট ছাড়া যাওয়া অসম্ভব। কিন্তু জানলে অবাক হবেন ভারতীয় রেলে এমন একধরনের টিকিট রয়েছে যা দিয়ে ৮ টি ভিন্ন স্টেশন থেকে ভ্রমণ করা যাবে। এমনকি একটি টিকিট কেটেই  আটটি ট্রেনেও উঠতে পারবেন যাত্রী। ভারতীয় রেলের এমন পরিষেবা সম্পর্কে হয়তো জানেন না অধিকাংশ মানুষ।

রেলওয়ের এই টিকিটকে বলে ‘সার্কুলার জার্নি টিকিট’! যাঁরা তীর্থযাত্রা বা একাধিক দর্শনীয় স্থানে ভ্রমণ করেন, সাধারণত তাঁরাই এই টিকিট কাটেন। যেকোনও শ্রেণির আসনেরই সার্কুলার টিকিট কাটা যায়। তবে, টিকিট কাউন্টার থেকে সরাসরি সার্কুলার জার্নি টিকিট বিক্রি করা হয় না।

আপনিও পেতে পারেন ভারতীয় রেলের এই বিশেষ সুবিধা। তবে তার জন্য কাটতে হবে ভারতীয় রেলওয়ের এই বিশেষ সার্কুলার জার্নি টিকিট। জানা যায় যেকোনও শ্রেণির আসনের জন্যই এই সার্কুলার টিকিট কাটা যায়। তবে এই টিকিট কিন্তু কাউন্টার থেকে কাটা যায় না।  এই টিকিট কাটার জন্য আলাদা করে আবেদন করতে হয়। সেখানেই রেল কর্তৃপক্ষকে যাত্রীর প্রতিটি গন্তব্যস্থল সম্পর্কে উল্লেখ করতে হয়।  এই বিশেষ ধরনের টিকিটের বৈধতা থাকে ৫৬ দিন।

এই টিকিট বুক করার সময় খেয়াল রাখতে হবে যাত্রীরা  যে স্টেশন থেকে ট্রেনে চেপে সফর  শুরু করেন, সফর শেষও হয় সেই স্টেশনে।  যাঁরা তীর্থযাত্রা বা একাধিক দর্শনীয় স্থানে ভ্রমণ করেন, সাধারণত তাঁরাই এই টিকিট কাটেন। তাই যখনই কেউ কোন লম্বা সফরে অনেক দিনের জন্য যান তখন প্রত্যেকটা স্টেশন থেকে আলাদা করে টিকিট নেওয়ার প্রয়োজন পড়ে না। তাছাড়া আলাদা টিকিট কাটতে গেলে খরচও অনেক বেশি হয়। আর এই ক্ষেত্রে সময়ও অনেক কম নষ্ট হয়। সার্কুলার জার্নি টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য থাকে টেলিস্কোপিক রেট।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *