অল্পের জন্য বেঁচে গেল চন্দ্রযান ৩! আরেকটু হলেই ঘটে যেত সর্বনাশ,থরথর করে কেঁপে উঠল
চাঁদের দক্ষিণ মেরু
অল্পের জন্য বেঁচে গেল চন্দ্রযান ৩!
আরেকটু হলেই ঘটে যেত সর্বনাশ!
থরথর করে কেঁপে উঠল
চাঁদের দক্ষিণ মেরু!
হঠাৎ বীভৎস,ভয়ানক কাঁপুনি!
আচমকা বেড়ে গেল
চাঁদের হার্টবিট!
ঠিক কি ঘটেছে দেখুন
চাঁদের দক্ষিণ বড়সড় কাণ্ড। হঠাৎ কেঁপে উঠল চাঁদের দক্ষিণ অংশ। ভয়ংকর, বীভৎস এক কম্পন। সেই কম্পন রেকর্ড করেছে, ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমে। বিজ্ঞানীদের মতে, এটি নাকি চাঁদের দেশের ভূমিকম্প। পৃথিবীর মতন চাঁদেও ভূমিকম্প হয়। এটাই নাকি তার প্রমাণ। এই কম্পনকে প্রাকৃতিক বলেই দাবি করেছেন মহাকাশবিদরা। বিক্রমে থাকা একটি বিশেষ যন্ত্রে ধরা পড়েছে চাঁদের দক্ষিণ মেরুতে হওয়া সেই কম্পন।
কতটা কেঁপেছে চাঁদের দক্ষিণ অংশের মাটি, সেই ছবিও প্রকাশ্যে এনেছে ইসরো। একই সাথে কম্পনের কারণই বা কি সেটাও খতিয়ে দেখতে শুরু করেছেন ইসরোর বিজ্ঞানীরা। বিক্রমে থাকা সিসমিক অ্যাকটিভিটি নামক একটি যন্ত্র এই কম্পন রেকর্ড করেছে। সিসমিক অ্যাকটিভিটি যন্ত্রটি এমন ভাবে তৈরি হয়েছে, যাতে এই যন্ত্রের মধ্যে যে কোনও কম্পন ধরা পড়তে পারে। এই যন্ত্রটির মধ্যে স্প্রিং দিয়ে একটি বিশেষ ব্যবস্থা করা আছে। যখনই কোনও কম্পন হয় তখনই তার প্রভাব পড়ে স্প্রিং-এ। সেখান থেকেই ভোল্টেজ তৈরি হয়। এই যন্ত্রের সাহায্যে, কম্পন ছাড়াও ধরা পড়েছে, রোভার প্রজ্ঞানের চলাচলের ছবি।
তবে এই কম্পনকে কেন্দ্র করে ভয়ের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। এদিকে রোভার প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরু সম্পর্কে একাধিক তথ্য পাঠিয়েছে ইসরোকে। চাঁদে ৯টি মহামূল্যবাণ উপাদান পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে। সালফারের উপস্থিতি পাওয়া গিয়েছে। একই সাথে অক্সিজেন, ক্যালসিয়াম ও আয়রনের উপস্থিতির প্রমাণও মিলেছে। তবে এখনও চলছে অন্যান্য পদার্থের খোঁজ।
Leave a Reply