সেপ্টেম্বর মাসের বদল

আজ সেপ্টেম্বর মাসের পয়লা দিন। প্রত্যেক অর্থনৈতিক বর্ষেই মাসের শুরুতে ব্যাংক থেকে শুরু করে জনসাধারণের সুবিধার্থে রোজকার জীবনের একাধিক প্রয়োজনীয় জিনিসেই  আসে পরিবর্তন। প্রতিবারের ন্যায় এবারও নতুন নিয়ম জারি হতে চলেছে ব্যাংক থেকে শুরু করে  রান্নার গ্যাস সহ বিভিন্ন ক্ষেত্রে। যার ফলে বিরাট প্রভাব পড়তে চলেছেন মধ্যবিত্তের পকেটেও।  এই নতুন মাসেই আসতে চলেছে এমনই সাতটি পরিবর্তন।

১) তবে এই মাসে সব থেকে বেশি লাভজনক যে পরিবর্তনটি আসতে চলেছে, তা হল নিঃসন্দেহে রান্নার গ্যাসের দাম।  প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের (LPG)  সিলিন্ডার প্রতি নতুন নাম নির্ধারণ করা হয়ে থাকে। তবে সেপ্টেম্বর মাস শুরুর আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে ফেলা হয়েছে। এছাড়াও বাণিজ্যিক রান্নার গ্যাস, গৃহস্থালী দের ব্যবহৃত রান্নার গ্যাসের নতুন দাম ধার্য করা হতে পারে।

৩) ইতিমধ্যেই বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা বৃদ্ধি করেছে ইউআইডিএআই। জানা যাচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকরা অনলাইন অথবা নিকটবর্তী কোন কমন সেন্টার বা আধার কারেকশন সেন্টারে গিয়ে বিনামূল্যে নিজেদের ঠিকানা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করাতে পারবেন।

৪) বহুদিন ধরেই কেওয়াইসি আপডেট করানোর নির্দেশ জারি করা হচ্ছে। দিন পিছোতে পিছোতে এবার ঘোষণা হয়ে গেল কেওয়াইসি আপডেট করানোর শেষ সময়সীমা। এখানে বলে রাখি কেওয়াইসি আপডেট না করলে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিংবা জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুবিধা পাবেন না কেউ। তাই প্রকল্পগুলিতে বিনিয়োগকারীদের অবিলম্বে কেওয়াইসি আপডেট করার জন্য আধার নম্বর জমা দিতে বলা হয়েছে। গত ৩১ মার্চ এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছিল। জানা যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেওয়াইসি আপডেট না হলে ১ অক্টোবর থেকে ঐ সকল অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে।

৫) দেশের প্রবীণ নাগরিকদের কথাও বিশেষ ভাবে ভাবা হয়েছে চলতি মাসে। তাই উইকেয়ার ফিক্সড ডিপোজিটের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই প্রকল্পের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। এই স্কীমের আওতায় দেশের প্রবীণ নাগরিকরা ৫ থেকে ১০ বছরের জন্য টাকা জমা রাখলে তারা বাড়তি সুদ পান। একইভাবে আইডিবিআই ব্যাঙ্কও অমৃত মহোৎসব ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে।

৬) এছাড়াও জানা যাচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে এমন গ্রাহকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নমিনেশন ফাইল করতে হবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে প্রথমে শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩ ধার্য করা হলেও পড়ে তা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে ।

৭) সেপ্টেম্বর মাসে বড় বদল আসছে অ্যাক্সিস ব্যাংকের ম্যাগনাস ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও। এতদিন এই সকল কার্ড হোল্ডারদের ১০ হাজার টাকা এবং জিএসটি বার্ষিক ফি হিসেবে জমা দিতে হতো। যা এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১২৫০০ টাকা এবং জিএসটি। বার্ষিক ফি বৃদ্ধি করার পাশাপাশি আগে যে ১০ হাজার টাকার ভাউচার এবং মাসে ১ লাখ টাকা খরচে যে ২৫ হাজারের EDGE রিওয়ার্ড দেওয়া হতো বদল আসছে সেই নিয়মেও।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *