পাকিস্তানের আসল নাম কোনটি জানেন? বইতেও নেই, স্কুলেও পড়ানো হয় না এই নাম, কেন এত রাখঢাক, ফাঁস হল আসল কারণ

পাকিস্তানের আসল নাম কি জানেন? বিশ্ব তো দূর পাকিস্তানেরই অর্ধেক মানুষ জানেন না, হাজারবার শুনলেও এই নাম মনে রাখা যায় না

পাকিস্তানের আসল নাম কি জানেন?
বিশ্ব তো দূর
পাকিস্তানেরই অর্ধেক মানুষ জানেন না!

বইয়েও নেই
স্কুলেও পড়ানো হয় না সেই নাম!

পাকিস্তানের আসল নাম
যেমনই কঠিন তেমনই লম্বা!

শুনলেও জানলেও মনে রাখা বড্ড চাপ
উচ্চারণেও পেঁচিয়ে যায় জিভ!

আবার ওই নাম ব্যবহারই হয় না!
কি এমন রহস্য লুকিয়ে ওই নামে!

প্রতিবেশী দেশ পাকিস্তান। এই দেশটিকে নিয়ে ভারতের মাথা ব্যাথার শেষ নেই। কারণ এই
১টি মাত্র দেশ ভারতের সবচেয়ে বড় শত্রু। প্রতিবেশী দেশ হলেও, কখনও উপকারে আসেনি। জন্মলগ্ন থেকেই ভারতকে নানা ভাবে বিরক্ত করে আসছে দেশটি। বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায় ভারতের ক্ষতি সাধন করেছে। ভারতকে উত্ত্যক্ত করতে সর্বদা ফাঁদ পেতে থাকে জিন্নাহর দেশ। যেহেতু পাকিস্তান ভারতের কাছে সবচেয়ে বড় খলনায়ক, তাই পাকিস্তান সম্পর্কে ভারতের মানুষ অনেক বেশি ওয়াকিবহাল। পাকিস্তানের অনেক খুঁটিনাটি ভারতীয়দের নখদর্পণে। কিন্তু পাকিস্তান সম্পর্কে অনেক কিছু জানলেও, এখনও পাকিস্তানের আসল নাম জানে না ভারতীয়রা। হ্যাঁ একদমই তাই। এই প্রতিবেশী শত্রু রাষ্ট্রকে, ‘পাকিস্তান’ নামে চিনলেও, পাকিস্তানের আসল নাম কিন্তু ‘পাকিস্তান’ নয়।

পাকিস্তানের আসল নাম আরও বড়। সেটি হল ইসলামী জামহুরিয়া পাকিস্তান। হ্যাঁ, এটাই হল পাকিস্তানের পুরো নাম। ১০০ জনের মধ্যে ৯০ জনই জানেন না পাকিস্তানের আসল নাম সম্পর্ক। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এই নাম রাখা হয়। তিন অক্ষরের আরবি শব্দমালা দিয়ে তৈরি এই নাম। কিন্তু সময়ের সাথে সাথে ও অন্যান্য বেশ কিছু কারণে, *ইসলামী জামহুরিয়া পাকিস্তান* এই তিনটি শব্দ থেকে ইসলামী জামহুরিয়া এই দুটি শব্দ মুছে যায়। রয়ে যায় *পাকিস্তান*। সেই থেকেই জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে পাকিস্তান নামেই পরিচিত লাভ করে ভারতের এই শত্রু রাষ্ট্রটি। আসলে পাকিস্তানের সম্পূর্ণ নাম – *ইসলামী জামহুরিয়া পাকিস্তান*, অত্যন্ত বড় একটি নাম। এত বড় নাম হওয়ার কারণে, জাতীয় স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ধরনের সমস্যা হত পাক সরকারের। সমস্ত দিক বিবেচনা করেই ইসলামী জামহুরিয়া বাদ দিয়ে শুধুই পাকিস্তান নামে নামাঙ্খিত হয় দেশটি। কিন্তু পাকিস্তান নামটির নেপথ্যে থাকা এই বিবর্তনের কাহিনী, কাঁটছাটের বিষয়গুলো অনেকেই জানে না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *