চাঁদ হাতের মুঠোয় আসতেই উচ্ছ্বাসে মেতে উঠল ইসরো বিজ্ঞানীরা
ডিজে গান চালিয়ে চলল তুমুল নাচ
নাচলেন ইসরোর সেরার সেরা বিজ্ঞানীরা
কখন হলো এসব ?
সোশ্যাল মিডিয়ার ভাইরাল এই ভিডিও র সত্যতা জানুন
ভারত এখন চাঁদের মাটিতে । ভারতের পতাকা উড়ছে গর্বের সহিত। আর তা সম্ভব হয়েছে ইসরোর সেই মেধাবী প্রতিভাবান সাহসী জেদি বৈজ্ঞানিকদের জন্যই। গতকাল সন্ধে ছটা চার মিনিটে চাঁদের বুকে পদার্পণ করার পরেই ইসরোর দপ্তর থেকে শুরু করে গোটা ভারতবাসী উচ্ছাসে মেতে ওঠে, ঠিক যেন কোন উৎসব । হবে নাই বা কেন ভারতের স্বপ্ন হয়েছে পূরণ । ভারত ই প্রথম দেশ যা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। একি কম গর্বের বিষয়! কার্যত চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমের পদার্পণের পরই সোশ্যাল মিডিয়ার এক ভিডিও ভাইরাল হয় । যেখানে দেখা যায় ইসরোর বিজ্ঞানী এস সোমনাথ রা আনন্দে মেতে উঠেছেন। ডিজে গান চালিয়ে চলছে তাদের উদযাপন । আনন্দে মেতে উঠেছেন প্রত্যেকেই। কার্যতই এই ভিডিও ভাইরাল হতেই মিনিটে মিনিটে শেয়ার হতে থাকে তা । সেই ভিডিও আসে সংবাদমাধ্যমের হাতেও । তখনই তার সত্যতা যাচাই করে বাংলা হান্ট । জানা যায় এই ভিডিও আজকের নয় ভিডিয়োটি জি-২০ ইভেন্টের সময় কোনও এক খুশির মুহূর্তে তোলা। ভিডিয়োটির সঙ্গে চন্দ্রযান-৩-এর সাফল্য়ের উচ্ছ্বাসের কোনও সম্পর্ক নেই।
Leave a Reply