Bank

Focus

 

রাজ্যে ফের নতুন দুর্নীতি।

 

 

এবারে ব্যাংকের চাকরি চুরি।

 

 

 

টাকা দিয়েও মিলল না চাকরি

 

 

শিক্ষক নিয়োগ দুর্নীতি, পূর দুর্নীতির পর

 

এবারে কি তবে ব্যাংকেও নিয়োগ দুর্নীতি ।

 

 

চরম অস্বস্তিতে রাজ্য সরকার।

 

 

 

Body:- একদিকে যখন দূর্নীতির জালে বিদ্ধ বাংলা। প্রায় প্রতিদিনই কিছু না কিছু অভিযোগ উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ঠিক সেই সময়ই সামনে এল বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নামে কনসালটেন্সি সংস্থার প্রতারনা চক্র । চাকরির তোপ দেখিয়ে টাকা তোলার অভিযোগ।

 

 

 

অভিযুক্ত, উত্তরপাড়া থানা এলাকার হিন্দমোটর বিবেকানন্দ পল্লীর বাসিন্দা প্রিয়াঙ্কা দাস নামে এক মহিলা। জানা যায় কয়েকদিন আগে এই প্রিয়াঙ্কা দাস সোশ্যাল মিডিয়ায় কনসালটেন্সি ফার্মের নামে বিজ্ঞাপন দেয়। যেখানে তিনি সরাসরি এই ফার্মের মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকে নিয়োগ করা হয় এমন দাবি করেন। স্বভাবতই বিজ্ঞাপন দেখে বহু বেকার যুবক-যুবতী যোগাযোগ করে তার সাথে। লেনদেন করা হয় অর্থ। কিন্তু সময় পেরিয়ে গেলেও। তাদেরকে কোনমতে দেওয়া হয় না চাকরি। বিভিন্ন শাখায় তাদেরকে ডেকে করানো হয় নানা ফর্ম ফিলাপ। কিন্তু নিয়োগ করা হয় না তাদের।একটা সময় তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা। পরিস্থিতি ঠিক নয় বুঝে এইসব যুবক-যুবতী অভিযোগ করেন থানায়। নিজেদের অভিযোগ জানান মিডিয়ার কাছেও। গোটা ঘটনা ইতিমধ্যে জগদ্দল থানা এবং বারাসাত থানায় লিখিতভাবে জানানো হয়েছে। এ ছাড়াও এই মহিলার কুরুচিকর উত্তেজক চ্যাটও হয় ভাইরাল

 

 

Footages of her sms screenshot

 

 

 

প্রতারিত এই যুবক যুবতীদের দাবি যে, এই মহিলার যত দ্রুত সম্ভব শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই রকম ভাবে আরকেও প্রতারিত না হয়।

 

Byte :- (00:08-00:42) total video 56 second

 

 

তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রনয় রায়ের বক্তব্য। রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতেই এসব হচ্ছে।

 

Byte:- (00:00-00:30)

full video 43 second

 

 

তবে এর পাল্টা তৃণমূল নেতা তথা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন এই ধরনের প্রতারণা চক্র যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে জানান নয়তো এরা আরো বেশি ভাবে প্রতারণা করবে। এদের দমন করতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ দেওয়া রয়েছে।

 

 

Byte- (1:15- 1:57) total video 1:57

 

 

End


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *