Digha

Focus

 

দিঘাকে নিয়ে বড় ঘোষণা।

 

এক্ষুণি হয়ে যান সাবধান।

 

 

এবারে ভুলেও করবেন না এই কাজ।

 

 

তাহলেই দিতে হবে মোটা টাকা জরিমানা।

 

 

কি সেই কাজ , জানুন বিস্তারিত।

 

Body:- বাঙালির ভ্রমণকেন্দ্র মূলত দিপুদাকে ঘিরেই গড়ে ওঠে। দি.পু.দা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। একঘেয়ে, জীবনে একটু হাওয়া লাগাতে বাঙালি বেরিয়ে পড়ে দীঘার উদ্দেশ্যে। তবে এবার এই দীঘা নিয়েই করা হলো বড় ঘোষণা। জারি হল নতুন নিয়ম। না মানলে দিতে হবে বড় জরিমান। জেনে নিন সেই নিয়ম।

 

এমনিতেই এই সরকার আসবার পর থেকেই। দীঘায় উন্নয়ন শুরু হয়েছে । তা সে সৌন্দর্যায়নই হোক কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা। মেরিন ড্রাইভ, জগন্নাথ মন্দির থেকে শুরু করে ওল্ড দিঘায় বিশ্ববাংলা পার্ক। এছাড়াও নিউ দীঘায় পর্যটকদের মনোরঞ্জনের জন্য একটি আধুনিক সুবিধা যুক্ত বড় পার্ক। দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কোন খামতি রাখছে না সরকার।

 

কিন্তু এই আধুনিকীকরণ ও সৌন্দর্যায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কিছু মানুষ। এবং তাদের খাম-খেয়ালিপনা। তারা দিঘার যত্র-তত্র নোংরা বা ময়লা ফেলে থাকেন। এবং সেই ময়লা থেকেই তৈরি হয় দৃশ্য দূষণ। এছাড়াও পরিবেশের ক্ষতি তো আছেই। আরে এবার এই বিষয়েই নেওয়া হল কড়া পদক্ষেপ। বলা হলো আর যেখানে সেখানে ফেলা যাবে না ময়লা। মূলত পর্যটক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে ময়লা। নতুবা গুনতে হবে মোটা টাকার জরিমানা। এই নিয়ে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জারি করা হয়েছে নোটিশ। সমুদ্র বিচে দিনরাত চলছে মাইকিং।

 

Footage of miking

 

তাই এবার থেকে দীঘা গেলে। এই সতর্কতা বজায় রেখে ঘুরুন। ।

 

 

End


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *