Focus
একটি ইনজেকশনের দামই সাড়ে 17 কোটি।
পাওয়া যায় না এই দেশে।
এমনই বিরল স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত বালুরঘাটের শিশু।
সাহায্যর আর্জি অসহায় পরিবারের।
Body:- ছোট্ট নয় মাসের একরত্তি প্রাণ। নাম সপ্তর্ষি মণ্ডল। কিন্তু তার শরীরের অন্দরেই বাসা বেঁধেছে এক মারণ ব্যাধি । যার নাম বিরল স্পাইনাল মাসকুলার অ্যাত্রফি। নামটি যতটা শক্ত রোগটিও তাই। এর শুশ্রূষাও প্রায় অসম্ভব । কিন্তু নির্দিষ্ট সময়ে একটি ইনজেকশন দিতে পারলেই সম্ভব এর থেকে মুক্তি। কিন্তু বহুমূল্য এই ইনজেকশনটি। আনতে হবে বিদেশ থেকে। দাম প্রায় সাড়ে ১৭ কোটি। কিন্তু তাদের মতন মধ্যবিত্ত পরিবারের পক্ষে, এর যোগান দেওয়া কার্যত অসম্ভব। তাই এই মুহূর্তে তারা সাহায্য প্রার্থী সকলের কাছে। সাধারণ মানুষ থেকে বিধায়ক, সাংসদ সকলের কাছেই তারা সাহায্যর আবেদন জানাবেন বলে জানিয়েছেন।
বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর এলাকার বাসিন্দা পেশায় সেনাকর্মী ধ্রুব মণ্ডল ও স্ত্রী সঙ্গীত মন্ডলের একমাত্র সন্তান এই ছোট্ট সপ্তর্ষি মণ্ডল। তাদের বক্তব্য জন্মের নয় মাস পেরিয়ে গেলেও ছেকের গ্রোথ হচ্ছিল না সে সময়েই তাদের মনে সন্দেহ হয়। সেই মতন চিকিৎসকের কাছে গেলে সেখানেই জানতে পারেন এই ভয়ঙ্কর সত্য।
Byte:- (00:04-01:15) total video 3:17min.
&
(00:09-00:39) total video 1:39min.
দুই বছরের মধ্যে ইনজেকশনটি না দিলে বাঁচবে না শিশুটি। যদিও বা পাড়া প্রতিবেশীরা ইতিমধ্যে অল্প অল্প করে দাঁড়াতে শুরু করেছে পাশে। তবুও এখনও অনেক অর্থের প্রয়োজন। তাই সকলের সাহায্য প্রার্থী এই পরিবার। তবেই তো বাঁচবে এই ছোট্ট শিশুটি।।
End
Leave a Reply