Focus
বড় খবর
খোজ মিলল রহস্যময় সিন্দুকের।
শতাব্দী প্রাচীন বাড়ির ধ্বংসাবশেষে মিলল সিন্দুক।
ভেতরে কি আছে। গুপ্তধন নাকি অন্য কিছু !?
দেখলে অবাক হবেন আপনিও।
পশ্চিম মেদিনীপুরে তুমুল চাঞ্চল্য।
Body:- কোনো গোয়েন্দা কাহিনী নয়। এদিন বাস্তবে পাওয়া গেল এক সিন্দুক। যা নিয়ে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে। এদিন ক্ষীরপাইয়ে বাসিন্দা বিকাশ রায়ের শতাব্দী প্রাচীন বাড়ি ভাঙা হচ্ছিল। কিন্তু কিছুটা সময় যেতে হঠাৎই বিকাশ বাবুর বাড়ির একটি ভাঙা দেওয়ালের ভেতরে একটি শক্ত বস্তুতে আঘাত লাগে শাবলের। আঘাত লাগায় তৎক্ষণাৎ সেই স্থান শুরু হয় ভাঙা। কিছুক্ষণ ভাঙার পরই একটি ভাঙা দেওয়ালের ভেতর দেখা যায় একটি চকচকে বস্তু। ভালো ভাবে পরিষ্কারের পরই দেখ যায় একটি আস্ত সিন্দুক। সকলেরই চক্ষু হয় চড়কগাছ। নিমেষেই হুলস্থুল পড়ে যায় এলাকায়।
রূপকথার গল্পের ন্যায় বাস্তবেও গুপ্তধন পাওয়ার আশায় ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসী। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ বাহিনী । অবশেষে সিন্দুক ভাঙার কাজ শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয় সকলে। কারন সে সিন্দুকের ভেতর গুপ্তধন তো দুর মেলে না ছিতে – ফোঁটাও কোনো রত্ন। প্রায় খালি সিন্দুক শুধুই ভরতি ছেড়া কাগজ – পত্রে।
তবে গুপ্তধন না মিললেও । এদিনের এই সিন্দুক খোঁজ যে স্থানীয় মানুষদের একঘেঁয়ে জীবনকে একটু হলেও রোমাঞ্চ দিয়েছে তা বলাই বাহুল্য।।
End
Leave a Reply