I love you

Focus

 

 

কোথাও লেখা রোমিও আই লাভ ইউ আবার কোথাও লেখা a প্লাস c

 

 

ছিল রেলের নোটিশ বোর্ড হয়ে গেল প্রেমিকদের প্রেম নিবেদন ক্ষেত্র

 

 

 

এক মাস না পেরোতেই যত্রতত্র ছড়িয়ে – ছিটিয়ে নোংরা, পানের পিক।

 

 

মোদির গর্বের অমৃত ভারত স্টেশনের বেহাল দশা।

 

 

নজরদারির অভাব ও উদাসীনতাই এর কারণ মত স্থানীয়দের

 

Body:- এক মাসও পেরোয় নি ষ্টেশন উদ্বোধনের পর। এরই মধ্যে বেহাল দশা বর্ধমান ষ্টেশনের। গত 6ই অগাষ্ট অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নতুন রূপে সাজিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করা হয় বর্ধমান স্টেশনকে। উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত ওদিনই দেশের আরও ৫০৮টি অমৃত ভারত ষ্টেশনও উদ্বোধন করেন মোদী। ওদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিং আলুয়ালিয়া। এছাড়াও পূর্ব রেলের ডি আর এম সহ অন্যান্যরা। মোট ৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয় স্টেশন উন্নয়নের জন্য।

 

 

কিন্তু এত সবকিছুর পরেও। এক মাস না পেরোতেই দেখা গেল ষ্টেশনের বেহাল দশা। এদিন দেখা মিলল ষ্টেশনের একটি ফাঁকা ফ্লকে যেটি লাগানো হয়েছিল নোটিশ বোর্ড হিসেবে ব্যবহারের জন্য। সেটিতে রয়েছে আকা রয়েছে লাভ সাইন। এ ছাড়াও রয়েছে নানান অশ্লীল কথা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান নোংরা পানের পিক।

 

এই বিষয়ে নিত্য যাত্রীদের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া মেলে। কারোর মতে সঠিক রক্ষণাবেক্ষণ না করাই এর কারণ। কারোর আবার মত মানুষ সচেতন না হলে কোনোদিনই কিছু ভাল সম্ভব নয়।

 

Byte :- (00:05-00:59) blue t-shirt

 

&

 

Byte:- (00:00- 00:56) white t-shirt old man

 

 

এখন দেখায় বিষয় যে এই বিষয়ে রেল কতৃপক্ষ কতটা সক্রিয় ভূমিকা নেয়।

 

 

End


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *