Bicharpoti

কেষ্টর আবদারই রাখল বিচারপতি!

 

দিল্লী নয় মামলা রইল কেষ্টর মনঃপুত জায়গায়।

 

 

দিল্লী যেতে হবে না কেষ্টকে।

 

 

কেষ্টর জিত!

ইডির হার।

 

 

 

Body:- একদা বীরভূমের বাহুবলী অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। গত মাসের অগাষ্ট মাস থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গরু পাচার মামলায় জেল বন্দী কেষ্ট। বহুদিন ধরেই আদালতে চলছে মামলা। তদন্ত চলাকালীন বারংবার প্রভাবশালী বলে দাবি করেছে ED। তাই আসানসোল থেকে কেষ্টকে দিল্লী নিয়ে যাবার প্রাণপণ চেস্টা চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । করতে চেয়েছে মামলার কোর্ট পরিবর্তন। এদিন এই বিষয়েই ছিল শুনানি। তবে তীরে এসে ডুবল তরী। আদালতে যথোপযুক্ত নথি পেশ করতে না পারায় থমকে গেল মামলা স্থানান্তর। জানা যাচ্ছে এই মুহূর্তে মামলা যাচ্ছে না দিল্লির রাইস এভিনিউ কোর্টে। মামলা থাকছে আসানসোলের বিশেষ সি বি আই কোর্টেই।

 

এই প্রসঙ্গে সি বি আই র আইনজীবী জানান এই মামলা সম্পর্কিত সব কাগজ জমা করার কথা বলা হয়েছে। এ ছাড়াও ed র আইনজীবীও বলেন আপাতত আদালতের কাছে সময় চেয়ে নেওয়া হয়েছে। পরের শুনানিতে সিদ্ধান্ত হবে।

 

Byte – (00:40- 01:48)

 

এবারে আগামী শুনানিতে নির্ধারণ হবে। কেস্টর ভাগ্য।।

 

 

End


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *