Focus
উপকারের বদলে জুটল অপমান
রক্ত জোগাড় করতে দেরি হওয়ায় খেতে হল মার।
কালীগঞ্জ বিধায়কের দেহরক্ষীর দাদাগিরিতে হতবাক সকলে।
গোটা জেলা গর্জে উঠল প্রতিবাদে।
Body:- রক্তদান মহৎ দান। একটি রক্ত অনেক প্রাণ । এ কথা সকলেরই জানা। কিন্তু এবারে এই রক্ত নিয়েই হল তুমুল কান্ড। সাহায্য করতে গিয়ে জুটল অপমান।রক্ত জোগাড় করতে দেরি হওয়ায় এদিন তুলকালাম মুর্শিদাবাদের কালিগঞ্জ এলাকায়। ঘটনার অভিযোগ স্থানীয় বিধায়কের দেহরক্ষী সুরমান শেখের বিরুদ্ধে। এদিন সুরমানের বাবা অসুস্থ হওয়ায় রক্তের প্রয়োজন পড়ে। তখন সে যোগাযোগ করে ‘ ইমারজেন্সি ব্লাড সার্ভিস’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থায়। যারা জরুরী ভিত্তিতে রক্ত সংগ্রহ করে এনে দেয় রোগীদের। এদিনও তারা খবর পাওয়া মাত্রই খুজতে শুরু করে রক্ত। কিন্তু রক্তটি পৌঁছতে একটু বিলম্ব হওয়াতেই। সেই সংস্থার দুই প্রতিনিধি ওসমান গনি ও রিয়াকে করা হয় অকথ্য গালি গালাজ। উপকারের এমন ফল পেয়ে পাল্টা প্রতিবাদ করেন তারা। এরপরই মুখের কথা পৌঁছয় হাতাহাতিতে। ওই দুই প্রতিনিধির ওপর ঝাঁপিয়ে পড়েন সুরমান শেখ। করেন মারধর।
Byte ( 00:19- 00:51)
এরপরই স্থানীয় থানায় করা হয় তার নামে অভিযোগ। কিন্তু সুরমান নিজে পুলিশ কর্মী হওয়ায় পুলিশ বিশেষ কোনো ব্যবস্থা নেয় না । এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্বেচ্ছাসেবীরা। গোটা জেলা জুড়ে শুরু হয় বিক্ষোভ। কালীগঞ্জ থানার সামনে দোষীদের শাস্তির বিচারে শুরু হয় অবস্থান বিক্ষোভ।।
End
Leave a Reply