Focus
কখনও দেখা মিলছে তার বিশাল পায়ের ছাপ আবার কখনও কান ফাটছে তার গর্জনে।
ফের কি তবে একবার জনালয়ে বাঘ!? ।
রহস্যময় পায়ের ছাপ ও গর্জনে ভীত সন্ত্রস্ত গ্রামবাসী।
তুমুল আতঙ্ক কাকদ্বীপের নান্দাভাঙা এলাকায়।
ঘটনাস্থলে বন দফতর
Body: কথায় আছে না বন্যেরা বনেই সুন্দর, এ যেন খানিকটা তাই। আমাদের জাতীয় পশু বাঘ। সকলের প্রিয় জীব। কিন্তু যতক্ষন সে দুরে থাকে ততক্ষণই। এদিন দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের অন্তর্গত নান্দাভাঙ্গা যেন এরই উদাহরণ এদিন এই অঞ্চল সাক্ষী থাকল বাঘ আতঙ্কের। ভয়ে নিজেদের ঘর ছেড়ে বাঁশ, লাঠি হাতে রাস্তায় নেমে পড়ে এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালেই এক গ্রামবাসী বাঘের মতন কিছু দেখতে পান। এর পর থেকেই বাড়তে থাকে আতঙ্ক। এরপর ধীরে ধীরে আরো অনেকেও শুনতে পায় ভয়ানক গর্জন। মেলে পায়ের ছাপও।
Byte:- (00:01-00:24) & (00:36-00:42) (white & sky colour check t shirt)
এই প্রসঙ্গে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অবশেষে ঘটনাস্থলে আসে বনদফতর। শুরু হয় অনুসন্ধান। কিন্তু কিছুই মেলে না। তাদের মত অনুযায়ী এই স্থানে বাঘ আসতে পারে না। বাঘরোল কিংবা বিশাল আকৃতির কোনও বড় বিড়াল হতে পারে।
Byte :- (00:01-00:37) ( one colour t shirt )
এ বিষয়ে আতঙ্ক না করবার পরামর্শ দেয় বনদফতর। তবে কোনো শক্ত প্রমাণ না মেলায় এখনও বেশ আতঙ্কে গ্রামবাসী।
End
Leave a Reply